সর্বাধিক ডিসলাইকের নিরিখে তিন নম্বরে মহেশ-আলিয়ার ‘সড়ক ২’ ট্রেলার, পেয়েছে ১ কোটিরও বেশি ডিসলাইক!

বাংলাহান্ট ডেস্ক: ইউটিউবে (youtube) সর্বাধিক ডিসলাইক (dislike) পাওয়া ভিডিওর তালিকায় তৃতীয় স্থানে উঠে এল মহেশ ভাট (mahesh bhatt) আলিয়া ভাটের (alia bhatt) ‘সড়ক ২’ (sadak 2) ট্রেলার (trailer)। সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার হিসাবে রেকর্ড গড়ল সড়ক ২। ১৫ অগাস্টই সড়ক ২ ট্রেলারে ডিসলাইক এর সংখ‍্যা এক কোটি পেরোলো।

   

এই মুহূর্তে ইউটিউবে সর্বাধিক ডিসলাইক পাওয়া ভিডিওর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সড়ক ২ ট্রেলার। প্রথম স্থানে রয়েছে ইউটিউব রিওয়াইন্ড ২০১৮: এভরিওয়ান কন্ট্রোলস রিওয়াইন্ড। সড়ক ২ এর আগে দু নম্বরে রয়েছে গায়ক জাস্টিন বিবারের ‘বেবি’। তবে ডিসলাইকের শতাংশের নিরিখে ইতিমধ‍্যেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে সড়ক ২। এই ভিডিওতে ডিসলাইক পড়েছে ৯৪.৮২ শতাংশ।


১২ অগাস্ট সড়ক ২ ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ‍্যাল মিডিয়ায় ওঠে আলিয়া ও মহেশ ভাটের ছবি বয়কটের ডাক। সেই সঙ্গে শুরু হয় ট্রেলার ডিসলাইক করার পালা। এখনও পর্যন্ত ট্রেলারে লাইকের সংখ‍্যা ৫ লক্ষ ৮২ হাজার ও ডিসলাইক পড়েছে ১ কোটিরও বেশি। সোশ‍্যাল মিডিয়ায় চলছে #BoycottBollywoodFilms।

প্রসঙ্গত, ট্রেলার মুক্তির আগেই ‘ডিসলাইক’ করার ডাক দিয়েছিলেন নেটজনতা। নেটিজেনের বক্তব‍্য, আলিয়া ও সিদ্ধার্থ রয় কাপুর দুজনেই নেপোটিজমে দুষ্ট। তাই এই ছবি তারা দেখবেন না। এতেই সুশান্ত বিচার পাবেন।

প্রসঙ্গত, এর আগে সুশান্তের ভগ্নিপতি বিশাল কৃতির ‘নেপোমিটার’ ওয়েবসাইট আলিয়া ভাটের সড়ক ২ ছবিকে ৯৮ শতাংশ নেপোটিস্টিক রেটিং দেয়। নেপোমিটার ওয়েবসাইটের কর্ণধাররা জানান, ৫টি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছান তারা। প্রযোজনা, পরিচালনা, মুখ‍্য অভিনেতা, সহ অভিনেতা , চিত্রনাট‍্যকার।

দেখা গিয়েছে, এই ছবি পুরোপুরি স্বজন পোষনের ওপরই তৈরি। ছবির চিত্রনাট‍্যকার ও পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ও পূজা ছবির অভিনেত্রী। অভিনেতা আদিত‍্য রয় কাপুর হলেন প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ভাই। এছাড়াও সঞ্জয় দত্ত ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানও রয়েছেন ছবিতে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মহেশ ভাটের দাদা মুকেশ ভাট।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর