বোর্ড সভাপতি হওয়ার জন্য দাদাকে শুভেচ্ছা জানালেন ঋদ্ধিমান সাহা। বললেন উন্নতি হবে ভারতীয় ক্রিকেটের।

উইকেট কিপিং করে আগেই সকলের নজর কড়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। তবে ব্যাটিংয়ে এখনও সেই ভাবে সুযোগ পাননি তিনি। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও কিপিং করে সবাইকে অবাক করে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। তবে এবার রাঁচি টেষ্টে ব্যাটিং করে সকলের নজর কাড়তে মুখিয়ে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলীকে ঋদ্ধিমান সাহার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে শুধুমাত্র উইকেটের পেছনে ভালো পারফরম্যান্স করলেই হবে না, ভারতীয় দলে ধারাবাহিক ভাবে সুযোগ পাওয়ার জন্য ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে ঋদ্ধিমান সাহাকে।

আর এবার বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাহা বলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে দাদার হাতে দায়িত্ব আসার ফলে খুবই ভালো হবে ভারতীয় ক্রিকেটের। অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর প্রেসিডেন্ট হওয়ার ফলে সব থেকে বেশি উপকৃত হবেন ক্রিকেটাররা। সেই সাথে বোর্ডের মসনদে বসার আগে সৌরভ গাঙ্গুলীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন ঋদ্ধিমান সাহা।

892412440cfa0b9407bb207d2a1b97fc6a7ae821

সাহা বলেন যে ক্রিকেট মাঠের বাইরে এবং ভেতরের পরিস্থিতি দুটোই ভালো ভাবে চেনা রয়েছে সৌরভ গাঙ্গুলী। কারণ তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলেকে নেতৃত্ব দিয়েছেন। আর তাই সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের প্রেসিডেন্ট হওয়ার ফলে ভারতীয় দলের যে উপকার হবে সেটা বলার অপেক্ষা রাখে না। দাদা ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার ফলে ক্রিকেটের যে ব্যাপক উন্নতি করবেন সেটা ভালোভাবেই বোঝা গেল ঋদ্ধিমান সাহার কথায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর