রাবণের থেকে খিলজি-ঔরঙ্গজেব বেশি লাগছে, ‘আদিপুরুষ’এ সইফের লুক নিয়ে বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক: ২০২৩ এ যেকটি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলে তার মধ‍্যে অন‍্যতম ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রভাসের (Prabhas) আসন্ন এই ছবি নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরে। তার অন‍্যতম কারণ, রামায়ণ মহাকাব‍্য অবলম্বনে তৈরি এই ছবিতে শ্রী রামের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার প্রভাসকে। সদ‍্য প্রকাশ‍্যে এসেছে ছবির টিজার। সেখানে রাবণের ভূমিকায় সইফ আলি খানও (Saif Ali Khan) নজর কেড়েছেন।

বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক মোটেই মন কাড়তে পারেনি দর্শকদের। উলটে ‘খিল্লি’র শিকার হয়েছেন নির্মাতারা। আদিপুরুষ টিজারের VFX নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। ট্রোলড হয়েছেন সইফ আলি খানও। তাঁর রাবণ লুক দেখে হেসেই গড়াগড়ি খাচ্ছেন অনেকেই। আবার অনেকে রীতিমতো বিরক্ত।


রাবণ রূপী সইফকে দেখে হতভম্ব অনেকেই। লম্বা ঘন দাড়ি, ছোট ছোট চুল আর চোখে সুরমা পরা সইফকে রাবণ তো মনে হচ্ছেই না, বরং আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। একজন লিখেছেন, সইফকে দেখে ঔরঙ্গজেবের মতো লাগছে না। রাবণের মতো একেবারেই দেখাচ্ছে না। রাবণ উত্তর ভারতের হিন্দু ব্রাহ্মণ ছিলেন। কিন্তু সইফকে দেখে মনে হচ্ছে যেন কোনো ইসলামিক অনুপ্রবেশকারী। আবার কেউ লিখেছেন, রাবণের বদলে রিজওয়ান বানিয়ে দেওয়া হয়েছে সইফকে।

প্রসঙ্গত, গুঞ্জন শোনা যাচ্ছে, প্রায় ৪০০-৪৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ। রামের ভূমিকায় প্রভাস ছাড়াও সীতার ভূমিকায় অভিনয় করছেন কৃতি সানন এবং রাবণের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। বড়সড় অঙ্কের টাকায় বানানো ছবিটিকে ঘিরে প্রত‍্যাশার পারদ ক্রমেই চড়ছে সিনেপ্রেমীদের। আগামী বছর মুক্তি পাবে আদিপুরুষ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর