আমি সেক‍্যুলার, কোনো ধর্ম নিয়ে মাতামাতি পোষায় না: সইফ আলি খান

বাংলাহান্ট ডেস্ক: একসঙ্গে বেশ কয়েকটি ছবী মুক্তি পেল বলিউডে। তালিকায় অন‍্যতম নাম সইফ আলি খান (saif ali khan), অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ‍্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘ভূত পুলিস’। সদ‍্য ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া মিলছে এই ছবি থেকে। বলিউডি হরর কমেডি জঁর এ তেমন ছাপ ফেলতে পারেননি ভূত পুলিস।

   

নাম থেকেই স্পষ্ট ছবিতে ভূত অন্বেষণের দায়িত্বে রয়েছেন সইফ অর্জুন। তাঁদের চরিত্র দুই তন্ত্রসাধক ভাইয়ের। তবে ছবিতে ধাপ্পাবাজ তন্ত্রসাধক হিসেবেই দেখানো হয়েছে সইফকে। ঈশ্বর বা ভূত আছে কী নেই সে বিষয়ে যথেষ্ট সন্দিহান বিভূতি (ছবিতে এটাই সইফের চরিত্রের নাম)। অভিনেতা জানান বাস্তব জীবনেও তিনি একই রকম।


ছবি মুক্তির ঠিক আগে আগে সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সইফ বলেন, “আমি এতটাই সেক‍্যুলার যে ধর্ম নিয়ে অতিরিক্ত মাতামাতি আমাকে চিন্তায় ফেলে। কারণ তারা ইহজন্মের থেকে পরজন্ম নিয়ে বেশি চিন্তিত। আমার মনে হয় ধর্মীয় মাতামাতি একটা প্রতিষ্ঠানের মতো আমার ঈশ্বর, তোমার ঈশ্বর না কার ঈশ্বর শ্রেষ্ঠ তা নিয়ে ঝামেলা হয়।”

অভিনেতার কথায়, তিনি বিশ্বাস করেন উচ্চতর শক্তির অস্তিত্ব রয়েছে। তবে সেই শক্তি কী তা তিনি জানেন না। তিনি নিজস্ব শক্তিকেই বিভিন্ন কাজে ব‍্যবহার করার চেষ্টা করেন। পরজন্ম নিয়েও তেমন আগ্রহী নন সইফ। তিনি বলেন, “মৃত‍্যু মানে আমার কাছে একরাশ বিষন্নতা, অন্ধকার। ওটাই শেষ, তার আর পর নেই। আমি মাঝেমাঝে আশা করি তারপরেঝ কিছু আছে। কিছু আছে না নেই সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই।”

সইফ জানান, ছবিটির সেট আপ এবং ছবিতে তাঁর চরিত্রের লুক তাঁকে বেশি আকর্ষণ করেছিল। ছবির প্রসঙ্গে বললে ফিল্ম সমালোচকদের প্রশংসা লুটতে ব‍্যর্থ হয়েছে ভূত পুলিস। এমনকি অভিযোগ উঠছে কয়েকটি হলিউড ছবি থেকে স্রেফ টুকে দেওয়া হয়েছে ছবির চিত্রনাট‍্য। দুই ভাই বিভূতি (সইফ) ও চিরুঞ্জি (অর্জুন) এর সঙ্গে সাক্ষাৎ হয় দুই বোন মায়া (ইয়ামি) ও কানুর (জ‍্যাকলিন)। তারা জানতে পারে ওই বোনেদের ফার্মহাউজে ভূত রয়েছে। শুরু হয় ভূতের খোঁজ। তবে ফিল্ম সমালোচকদের মতে ছবিতে হাসি ও ভয়ের উপাদানও খুঁজে খুঁজেই বার করতে হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর