ব্যাংককে গিয়ে করোনায় আক্রান্ত হলেন সাইনা নেহওয়াল! খেলতে পারবেন না থাইল্যান্ড ওপেন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল করোনায় আক্রান্ত হয়েছে। আজ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলা থাইল্যান্ড ওপেনে অংশ নিতে আপাতত তিনি ভারতীয় দলের সাথে ব্যাংককে আছেন। ব্যাংককে ওনার করোনার পরীক্ষা করানো হলে মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসে। ওনাকে এখন হাসপাতালেই কোয়ারেন্টাইন করা হয়েছে। থাইল্যান্ড ওপেনে করোনায় আক্রান্ত হওয়া সাইনা একমাত্র ভারতীয় খেলোয়াড় নন। ওনার সাথে এইচএস প্রণয়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রণয় এর আগে ডিসেম্বর মাসে এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

৩০ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন স্টার এবার এই টুর্নামেন্টে খেলবেন না আর। ভারতের অন্য শীর্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু অক্টোবর মাস থেকে ইংল্যান্ডে ট্রেনিং করছিলেন। ভারতীয় দলে অলিম্পিক পদকের দাবীদারদের মধ্যে সাইনা নেহওয়াল, শ্রীকান্ত, প্রণীতেরও নাম আছে।

করোনার কারণে ১০ মাস পর ইন্টারন্যশানাল শুরু হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর সাইনার কাছে এটি একটি বড়সড় ঝটকা। থাইল্যান্ড ওপেনের পরই ১৯ জানুয়ারি থেকে টোয়োটা থাইল্যান্ড ওপেন আর ২৭ থেকে ৩১ জানুয়ারি BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল খেলা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর