নিজে হাতে বাছতেন ফুল, মেনুতে স্ত্রীর প্রিয় খাবার, দিলীপ কুমারকে হারিয়ে জন্মদিন পালন করতে চান না সায়রা বানু

বাংলাহান্ট ডেস্ক: গত বছর যে কজন বলিউড তারকা চিরবিদায় নিয়েছেন ইহজগৎ থেকে তাঁদের মধ‍্যে একজন দিলীপ কুমার (Dilip Kumar)। ২০২১ এর জুলাই মাসে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন কিংবদন্তি অভিনেতা। একা করে দিয়ে যান স্ত্রী সায়রা বানুকে (Saira Banu)। দিলীপ কুমারের মৃত‍্যুশোক সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী নিজেও। এখন অবশ‍্য শারীরিক ভাবে অনেকটাই সুস্থ তিনি। কিন্তু তাঁর মন পড়ে রয়েছে দিলীপ কুমারের কাছেই।

মঙ্গলবার, ২৩ অগাস্ট ৭৮ বছরে পা দিলেন সায়রা বানু। কিন্তু কোনো উদযাপন করতে চাননি তিনি। স্বামীকে ছাড়া জন্মদিনের আনন্দটাই উপভোগ করতে পারেননি বর্ষীয়ান অভিনেত্রী। যতদিন তাঁর দিলীপ সাব ছিলেন, প্রতিটা জন্মদিন বিশেষ করে তুলতেন তাঁর জন‍্য। জীবনের শেষ দিনগুলোতেও তার অন‍্যথা হয়নি।


এক সাক্ষাৎকারে দিলীপ সাবকে স্মরণ করে সায়রা বানু জানান, প্রত‍্যেক জন্মদিনে নিজে হাতে ফুল পছন্দ করে তোড়া বানাতেন অভিনেতা। সেই ফুলের তোড়া উপহার দিতেন স্ত্রীকে। নিজের ভাগ্নীকে নিয়ে সায়রার প্রিয় দোকান থেকে কিনে আনতেন নতুন জামাকাপড়। জন্মদিনে প্রিয় মানুষটাকে স্পেশ‍্যাল অনুভব করানোর জন‍্য কোনো কসুর বাকি রাখতেন না অভিনেতা।

সায়রা বানুর জন্মদিন উপলক্ষে পরিবারের সদস‍্য এবং বন্ধুবান্ধবরা আসতেন তাঁদের বাড়িতে। তাই এদিন নিজে এক এলাহি খাওয়া দাওয়ার ব‍্যবস্থা করতেন দিলীপ কুমার। স্ত্রীর প্রিয় খাবারগুলো যাতে মেনুতে থাকে সেদিকে প্রত‍্যেকবার কড়া নজর থাকত তাঁর। বিরিয়ানি, পোলাও, কাবাব, কোর্মা আর শেষে মিষ্টিমুখে জমে যেত জন্মদিন। আমন্ত্রণ থাকত ফিল্মি দুনিয়ার সহকর্মীদেরও। সবাই মিলে একসঙ্গে অন্তাক্ষরী, ডাম্ব শারাড খেলতে খেলতে কখন যে রাত ভোর হয়ে যেত টেরই পাওয়া যেত না।

সেসবই এখন সুখস্মৃতি হয়ে রয়ে গিয়েছে সায়রা বানুর মনে। দিলীপ সাব নেই, জন্মদিনে আনন্দ করার মতো মনের অবস্থাও আর নেই অভিনেত্রীর। ৯৮ বছর বয়সে প্রয়াত হন দিলীপ কুমার‌। তার আগে বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আবার বাড়িও ফিরেছেন সুস্থ হয়ে।

স্বামীর প্রতি নিঃস্বার্থ ভালবাসার জন‍্য বরাবর সকলে কুর্নিশ জানিয়েছে সায়রা বানুকে। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী বলেছিলেন, তাঁর প্রশংসা চাই না। শুধুমাত্র ভালবাসা থেকেই দিলীপ সাবের পাশে থাকেন তিনি। আদর্শ স্ত্রীয়ের তকমাও তাঁর চাই না। তিনি যে দিলীপ সাবকে ছুঁতে পারেন, আদর করতে পারেন এটাই সবথেকে বড় উপহার তাঁর কাছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর