আন্দোলন থেকে নাম তুলে নিলেন সাক্ষী মালিক, ফিরে এলেন রেলের চাকরিতেই

বাংলা হান্ট ডেস্ক : নতুন মোড় কুস্তিগিরদের আন্দোলনে (Indian Wrestlers Protest)। কুস্তি, অনুশীলন, চাকরি ছেড়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার সেই আন্দোলনে ইতি টানলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। সোমবার প্রতিবাদ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আগেই যোগ দিয়েছিলেন রেলের চাকরিতে।

   

জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। রোদ-ঝড়-জল উপেক্ষা করে, পুলিসের হাতে মারধর খাওয়ার পরও আন্দোলন চালিয়ে যান তাঁরা। কখনও বিজেপির মহিলা সাংসদদের চিঠি লিখে পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন তো কখনও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে ব্রিজভূষণের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।

এখানেই শেষ নয়, গত শনিবার রাতে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু সেখানেও অধরা থেকে যায় রফাসূত্র। আর এবার শোনা যাচ্ছে, সোমবার আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী। ইতিমধ্যেই যোগ দিয়েছেন নিজের রেলের চাকরিতে।


সম্প্রতি হরিদ্বারে গিয়ে গঙ্গায় সব মেডেল ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তবে শেষ পর্যন্ত কৃষক নেতাদের অনুরোধে গঙ্গায় আর মেডেল ভাসাননি তাঁরা। তবে সরকারকে পদক্ষেপ করার জন্য পাঁচদিন সময় দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ‘ডেডলাইন’ শেষ হয় রবিবার। এর আগে শনিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।

এর আগে ২৮ মে শীর্ষ কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাটদের যন্তর মন্তর বিক্ষোভের স্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। তার আগে ২৭ মে সংসদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল মেডেলজয়ী কুস্তিগিরদের। আটক করা হয়েছিল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের। এরপর ৩০ মে মেডেল ভাসিয়ে দিতে হরিদ্বারে গিয়েছিলেন কুস্তিগিররা। এরপর ৪ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই ঘটনায় পদক্ষেপ করার জন্য। এদিকে এরই মাঝে ৩১ মে রেলের অফিসে গিয়ে কাজে যোগ দেন সাক্ষী মালিক।

তিনি উত্তর রেলে চাকরি করেন। তিনি ওএসডি পদে আছেন। এদিকে বজরং পুনিয়া এবং ভিনেশও রেলে চাকরি করেন। জানা গিয়েছে, কুস্তিগিররা আন্দোলনের জন্য ৩৬ দিনের ছুটি নিয়েছিলেন রেলের থেকে। এদিকে কুস্তিগিরা কাজে যোগ দেওয়ায় তাদের আন্দোলনের ভবিষ্যত নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। তবে অমিত শাহের সঙ্গে দেখা করে কুস্তিগিররা বুঝিয়ে দেন যে তাঁরা কোনও ভাবেই নিজেদের অবস্থান এবং দাবি থেকে সরবেন না। এরপরই আজ আন্দোলন থেকে নাম তুলে নিলেন সাক্ষী মালিক।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর