বাংলাহান্ট ডেস্ক: নয়া প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী সাক্ষী মালিক (sakshi malik)। মডেল হিসাবে বলিউডে কেরিয়ার শুরু করলেও ‘বম ডিগি’ গানে তাঁর লাস্য জনপ্রিয়তার শিখরে তোলে তাঁকে। চরম ‘সেক্সি’ ফিগারে স্বল্প পোশাকে উষ্ণতা বাড়াতে তাঁর জুড়ি মেলা ভার।
কার্তিক আরিয়ান অভিনীত ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির গান ‘বম ডিগি ডিগি’ তে প্রথম বার দেখা গিয়েছিল সাক্ষীকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন সাক্ষী। ইনস্টাগ্রামে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
ইনস্টাগ্রামে প্রায়ই নিত্যনতুন ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি। তবে দেশি পোশাকের থেকে মর্ডান পোশাকেই বেশি ফটোশুট করতে দেখা যায় তাঁকে।
সম্প্রতি আরও একটি নতুন ছবি শেয়ার করেছেন সাক্ষী। লাল ব্রালেটের সঙ্গে ডেনিম পরিহিত অবস্থায় ধরা দিয়েছেন তিনি। বিভিন্ন পোজে কয়েকটি ছবি তুলেছেন সাক্ষী। ৩ লাখের ওপর লাইক পড়ে গিয়েছে এক একটি ছবিতে। বাড়িতে বসে মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করছেন বলে জানিয়েছেন সাক্ষী।
এর আগে সাদা বিকিনিতে ধরা দিয়েছিলেন মডেল। ইতিমধ্যেই ৩ লক্ষ লাইক পড়ে গিয়েছিল সেই ছবিতে। মাঝে মধ্যেই অবশ্য বিকিনি অবতারে ধরা দিতে দেখা যায় সুন্দরী সাক্ষীকে।
https://www.instagram.com/p/B68Mp36HHlM/?igshid=4r2wra8q9jth
মডেলিংয়ের দুনিয়াতে বেশ পরিচিত মুখ সাক্ষী। বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া নাচও পছন্দ করেন তিনি।