সাউথ এশিয়ান গেমস: সাক্ষীর সোনা জয়ে ভারতের মেডেলের সংখ্যা ছুঁল ২৫২, সোনা ১৩২টি

বাংলা হান্ট ডেস্ক :একের পর এক সোনা জয়ে এশিয়ান গেমসে ভারতের সোনা ঝড়া সাফল্য। তাই তো ধারা অব্যাহত রেখে আজ অর্থাত্ মঙ্গলবারও সোনা জয় হল ভারতের। সাক্ষী মালিকের সোনা জয়ের পর ভারতের সোনা জয়ের সংখ্যা দাঁড়াল ১৩২টিতে। যদিও সোনা, রূপা, ব্রোঞ্জ মিলিয়ে এবছর ভারতের মেডেলের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২টিতে। রবিবার অবধি সাঁতার ও কুস্তীতে ব্রোঞ্জ জয়ের ধারা বজায় থাকলেও মঙ্গলবার অন্যান্য বিষয়গুলির ওপর স্য়াগে ভারত নিজের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে।

৭ দিনের হিসেবের নিরিখে এখনও অবধি সাঁতারে ৭টি সোনার মেডেল, দুটি রূপা ও দুটি সোনা এসেছে। অন্যদিকে কুস্তিতে ৩৮টি সোনা ও ১০ টি রূপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছে ভারত। নেপাল ও শ্রীলঙ্কাকে পিছনে ফেলে মেডেল জয়ের দিক থেকে এগিয়ে ভারতই । কারণ, ভারতের মোট ২৫২-এর মধ্যে ১৩২টি সোনা, ৭৯টি রূপা ও ৪১টি ব্রোঞ্জের পতক রয়েছে। অন্যদিকে নেপালের রয়েছে ১৬৫টি মেডেল।

যার মধ্যে সোনা ৪৫, রূপো ৪৪, ব্রোঞ্জ ৭৬। আবার শ্রীলঙ্কায় রয়েছে ১৯৭ টি মেডেল আর এর মধ্যে সোনা ৩৬, রূপো ৬৮ এবং ব্রোঞ্জ ৯৩টি। আসলে অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক সোনা জয়ের পর থেকে উচ্ছ্বাসের শেষ নেই। ৬২ কেজি বিভাগে সোনা জয় করেছেন তিনি। যেখানে রবীন্দ্র ৬১ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জয় করেছেন। অন্যদিকে পুরুষদের ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগে সোনা পেয়েছেন পবন কুমার।

সম্পর্কিত খবর