ভাগ্য বদলাতে চলেছে ৮ লক্ষ সরকারি চাকুরীজীবীদের, এমাস থেকেই বাড়ছে বেতন

বাংলাহান্ট ডেস্কঃ ব্যাঙ্ক (bank) কর্মচারীদের জন্য সুখবর। আগস্ট থেকেই বাড়তে চলেছে ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মচারীর বেতন। সঙ্গে ২.১ শতাংশ ডিএ বেড়েছে ব্যাঙ্ক কর্মীদের। মোট হয়েছে ২৭.৭৯ শতাংশ। আগস্ট থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের।

   

পেনশন প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতাও বেড়েছে ২৭.৭৯ শতাংশ। ২০১৭ সালের ১ লা নভেম্বরের পর থেকে যারা অবসর নিয়েছেন, তাঁর এই বর্ধিত ডিএ পেয়ে যাবেন। যার ফলে তাঁদের বেতন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন ২০২০ সালের জুলাই মাসে। চলতি বছর জুলাইয়ের ১ তারিখ থেকে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। যার ফলে তাঁদের ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে যে ২৮ শতাংশ হয়েছে, তাঁরা সেই অর্থ পেয়ে যাবেন।

পাশাপাশি এবার বেতন বৃদ্ধির সুখবর পেলেন ব্যাঙ্ক কর্মচারীরা। ২.১ শতাংশ ডিএ বেড়ে মোট হয়েছে ২৭.৭৯ শতাংশ হয়েছে ব্যাঙ্ক কর্মীদের। আগস্ট থেকেই এই অতিরিক্ত ডিএ সমেত বৃদ্ধি বেতন পাবেন ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মচারীরা। যে সকল কর্মীরা একাদশতম বিপিএস বেতন কাঠামো অনুযায়ী মাইনে পেয়ে থাকেন, তারাই এই অতিরিক্ত বেতন পাবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর