বেতন বৃদ্ধি না হলে কাজ বন্ধ,বহরমপুর পৌরসভার অস্থায়ী কর্মরা

বহরমপুরঃ– বেতন বৃদ্ধির দাবীতে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করনের দাবীতে বহরমপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কাজ বন্ধ করে বিক্ষোভ। শনিবার সকাল থেকে বহরমপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ করে পৌরসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

   

তাদের অভিযোগ প্রায় ৬০০জন অস্থায়ী সাফাই কর্মী আছে এই পৌরসভায়। তাদের বেতন বাড়াচ্ছেনা পৌরসভার দায়িত্ব প্রাপ্ত এসডিও। কিছুদিন আগে বেতন বৃদ্ধির দাবী জানিয়ে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তারা কাজ বন্ধ করেছে। তাদের দাবী না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাদের আরও দাবী অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী করন করতে হবে

সাফাই কর্মীদের কাজ বন্ধের ফলে শহর যে জঞ্জালময় হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ইতি মধ্যেই শহরের বাসস্ট্যান্ড এবং বাজার এলাকায় ব্যাপক জঞ্জাল ছড়িয়ে রয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর