বেতন ৫০ হাজার থেকে ১ লক্ষ! মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারে চাকরি সুযোগ, চলছে নিয়োগ

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রুপ সি কর্মচারী নিয়োগের জন্য।

কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নবোদয় বিদ্যালয়ে হেল্পার, মাল্টি টাস্কিং স্টাফ, অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি ১৩ টি পদে হবে এই নিয়োগ। পশ্চিমবঙ্গে যে কোনো জায়গার নূন্যতম মাধ্যমিক পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।

আবেদনের পদ্ধতি: অনলাইনে www.navodaya.gov.in এই সাইটে গিয়েই আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের। শুধুমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।

স্টাফ নার্স পদের জন্য আবেদন ফি ১২০০ টাকা। ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেলপার, মাল্টিটাস্কিং স্টাফ পদের আবেদন ফি ৭৫০ টাকা। বাকি পদ গুলিতে আবেদন করতে লাগবে ১০০০ টাকা।

কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী, শূন্যপদ এবং বেতনই বা কত, জেনে নিন।

পদ:  মাল্টিটাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা :  মাধ্যমিক পাশ
শূন্য পদ: ২৩
বয়স: ১৮ থেকে ৩০ এর মধ্যে
বেতন: মাসিক ১৮০০০ থেকে  ৫৬৯০০ টাকা

পদ:  ল্যাব অ্যাটেন্ডেন্ট
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ বা মাধ্যমিক পাশ হলে ল্যাব টেকনিকে ডিপ্লোমা থাকতে হবে।
শূন্য পদ: ১৪২
বয়স: ১৮-৩০ বছরের মধ্যে
বেতন: মাসিক ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা

পদ: মেস হেল্পার
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ
শূন্য পদ: ৬২৯
বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
বেতন: মাসিক ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা

পদ: জুনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা :  উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ইংরাজিতে মিনিটে ৩০ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ২৫ টি শব্দ লিখতে পারতে হবে।
শূন্য পদ: ৬২২
বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
বেতন: মাসিক ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা

পদ: ইলেকট্রিসিয়ন কাম প্লাম্বার
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দুবছর কাজের অভিজ্ঞতা
শূন্য পদ: ২৭৩ টি

বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে
বেতন: মাসিক ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা

পদ: স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ ডিগ্রি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি এবং কোনো নার্সিংহোম বা হাসপাতালে দুবছর কাজের অভিজ্ঞতা। হিন্দি এবং ইংরাজি জানলে অগ্রাধিকার পাওয়া যাবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
শূন্য পদ: ৪২
বয়স: ৩৫ বছরের মধ্যে
বেতন: মাসিক ৪৪৯০০  থেকে ১৪২৪০০ টাকা

পদ: ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ সঙ্গে ক্যাটারিং বিষয়ে ডিপ্লোমা
শূন্য পদ: ৮৭
বয়স: ৩৫ বছরের মধ্যে
বেতন: মাসিক ২৫৫০০  থেকে ৮১১০০ টাকা

পদ: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা :  যেকোনো শাখায় স্নাতক, সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
শূন্য পদ: ১০ টি
বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
বেতন: মাসিক  ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা

পদ: অডিট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : বি.কম সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে
শূন্য পদ: ১১টি
বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
বেতন: মাসিক  ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা

পদ: জুনিয়র ট্রান্সলেশন অফিসর
শিক্ষাগত যোগ্যতা : হিন্দি সঙ্গে ইংরাজি বিষয়ে স্নাতকোত্তর
শূন্য পদ:
বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে
বেতন: মাসিক  ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা

পদ: জুনিয়র ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা  বা ডিগ্রি সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদ: ১টি
বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে
বেতন: মাসিক  ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা

পদ: স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে শর্টহ্যান্ড স্পিডে মিনিটে ৮০ টি শব্দ এবং টাইপিং স্পিডে মিনিটে ৪০ টি শব্দ ইংরাজিতে লিখতে পারতে হবে।
শূন্য পদ: ২২টি
বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
বেতন: মাসিক  ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা

পদ: কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো শাখার স্নাতক, ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স এবং ডাটা এবং ওয়ার্ড প্রসেসিং জানতে হবে
শূন্য পদ: ৪টি
বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
বেতন: মাসিক  ২৫৫০০ থেকে  ৮১১০০ টাকা

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর