একেবারেই পছন্দ হয়নি ‘রাধে’, শেষে ছেলের সমালোচনায় সলমনের বাবা সেলিম খানও!

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (radhe) নিয়ে উত্তেজনার অন্ত ছিল না অনুরাগীদের মনে। গত বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে দিতে হয় মুক্তির তারিখ। তারপর থেকেই পিছোতে পিছোতে অবশেষে চলতি বছরের ইদে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত রাধে।

কিন্তু ছবি দেখার পর দর্শকদের একটা বড় অংশের বক্তব‍্য, এই অপেক্ষা শেষ না হলেই হয়তো ভাল ছিল। কোনো ভাবেই সিনেপ্রেমীদের প্রত‍্যাশা পূরণ করতে পারেনি সলমনের এই ছবি। ফিল্ম সমালোচকরাও ‘অতি জঘন‍্য’ বলেছেন রাধেকে। IMDb তে ২ এরও কম রেটিং জুটেছে। বিভিন্ন সময় ছবি নিয়ে এই সমালোচনার বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গিয়েছিল সল্লু মিঞাকে। কিন্তু এবার সেই তালিকায় যোগ দিলেন খোদ সলমনের বাবা সেলিম খান (salim khan)।


বলিউড ইন্ডাস্ট্রিতে চিত্রনাট‍্যকার হিসাবে সেলিম খানের সাফল‍্য সকলেই জানেন। শেষে তিনিই কিনা নিজের ছেলের সমালোচনায় মুখর হলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধে সম্পর্কে বলতে গিয়ে সেলিম বলেন, রাধে তাঁর একেবারেই পছন্দ হয়নি। সলমনের দাবাং থ্রি, বজরঙ্গি ভাইজার প্রশংসার দাবি রাখে। কিন্তু রাধে ছবি হিসাবে এমন কিছুই নয়।

তাঁর কথায়, কমার্শিয়াল ছবির বাজেট পূরণ করার একটা দায়বদ্ধতা থাকে। যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে সেই টাকাটা যেন ফেরত পাওয়া যায় ছবি থেকে, এটা মাথায় রাখতে হয়। সেই দিক থেকে বিচার করলে রাধে সফল। এছাড়া তিনি প্রশংসার যোগ‍্য আর কিছুই দেখছেন না।

অবশ‍্য ছেলেকে তিনি দোষ দেননি। সেলিমের বক্তব‍্য, এখন ইন্ডাস্ট্রিতে ভাল চিত্রনাট‍্যকার খুঁজেই পাওয়া যায় না। হিন্দি বা উর্দু সাহিত‍্যের পড়াশোনা কেউ করে না। বাইরে থেকে কিছু একটা দেখেই সেটা নিয়ে লিখতে শুরু করে দেয়। সেলিম খানের চিত্রনাট‍্যের ‘জঞ্জীর’ হিন্দি সিনেমার জগতে অন‍্যতম সৃষ্টি। তারপর থেকে তেমন চিত্রনাট‍্য আর কেউ লিখতে পারেনি বলেও মন্তব‍্য করেন সেলিম খান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর