বিহারে বন্ধ হল সলমন, আলিয়া ও করনের ছবির প্রদর্শন

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে।
সুশান্তের মৃত‍্যুর পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
পরিচালক করন জোহর (karan johar), সলমন খান (salman khan) সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। বিহারের রাস্তায় করন জোহর ও সলমন খানের কুশপুতুল পোড়াতে দেখা গিয়েছে উন্মত্ত জনতাকে। এবার এই বলিউড হেভিওয়েটদের ছবি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিহারবাসী।


তরুন প্রজন্মের অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম প্রতিভাবান হিসাবে পরিচিত ছিলেন সুশান্ত। কিন্তু তাঁর মৃত‍্যুর পর প্রকাশ‍্যে এসেছে বেশ কিছু অজানা তথ‍্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। বলিউডে সুশান্ত নেপোটিজমের শিকারও হয়েছিলেন বলে অনেকের অভিমত।
সম্প্রতি জানা গিয়েছে, সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পাবে অনলাইন প্ল‍্যাটফর্মে। এই খবর প্রকাশ‍্যে আসতেই ফের সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সুশান্ত অনুরাগীরা ছবির নির্মাতাদের কাছে অনুরোধ জানিয়েছেন সুশান্তের শেষ ছবি বড়পর্দায় রিলিজ করতে। এটা প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর