ভাইজানের জন‍্য জানও কবুল, ‘তেরে নাম’ দেখতে গিয়ে সিনেমাহলে রক্তবন‍্য বইয়ে দিয়েছিলেন সলমন-ভক্ত!

বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (Salman Khan) কেমন অভিনেতা? ভাইজান ভক্তরা রীতিমতো ফুল মালা দিয়ে পুজো করলেও অনেকে ভিন্ন মত পোষণ করেন। তবে সলমনের চরম শত্রুরাও একথা মানতে বাধ‍্য হবেন, ‘তেরে নাম’ (Tere Naam) ছবিতে তুখোড় অভিনয় করেছিলেন তিনি। তাঁর হেয়ারস্টাইল থেকে শুরু করে ছবির গান, কয়েকটি দৃশ‍্য এখনো পর্যন্ত আইকনিক হয়ে রয়েছে।

২০০৩ সালে মুক্তি পেয়েছিল সতীশ কৌশিক পরিচালিত তেরে নাম। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। দীর্ঘ ২৫ সপ্তাহ ধরে একটানা প্রেক্ষাগৃহে রাজত্ব করেছিলেন সলমন। এই বিষয়গুলির সঙ্গে সঙ্গে একটি খারাপ ঘটনাও ঘটেছিল যা ছবিটিকে স্মরণীয় করে রেখেছে। সলমনের এক ভক্ত রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিলেন প্রেক্ষাগৃহে।


ছবিতে দু রকম লুকে দেখা গিয়েছিল সলমনকে। তাঁর অভিনীত চরিত্রটির দুর্দশা, কষ্ট সহ‍্য করতে পারেননি অনেক অনুরাগীই। কিন্তু একজন যা কাণ্ড ঘটিয়েছিলেন তা ছিল ভাবনারও বাইরে। ঘটনাটা ঘটেছিল পটনার এক প্রেক্ষাগৃহে। পর্দায় তখন ‘তেরে নাম’ ছবির টাইটেল ট্র‍্যাক গাইছেন সলমন।

হঠাৎ করেই আসন ছেড়ে উঠে দাঁড়ান এক দর্শক। সবাইকে অবাক করে দিয়ে একটি ঠাণ্ডা পানীয়ের কাঁচের বোতল সজোরে মেরে চুরমার করে দেন নিজের হাতে। ঘটনার আকস্মিকতায় প্রথমটা সবাই থ হয়ে গেলেও তারপরেই শোরগোল শুরু হয় প্রেক্ষাগৃহে। তখনি জানা যায়, ওই ব‍্যক্তি আসলে সলমনের ডাই হার্ড ফ‍্যান ছিলেন। পর্দায় প্রিয় নায়ককে কষ্ট পেতে দেখতে না পেরে ওই কাণ্ড ঘটিয়ে বসান।

টুকটাক অপ্রীতিকর ঘটনা সত্ত্বেও তেরে নাম ব‍্যাপক হিট হয়েছিল। তবে কিছু অভিযোগ উঠেছিল যে সলমনের চরিত্রটি ভুল বার্তা দিচ্ছে ছবিতে। পরবর্তীকালে পরিচালক সতীশ কৌশিক দাবি করেছিলেন, ২০১৯ সালের সুপারহিট ছবি ‘কবীর সিং’ আসলে তেরে নাম থেকেই অনুপ্রাণিত। কবীর সিং চরিত্রটিকে নিয়েও সে সময়ে ব‍্যাপক নেতিবাচক চর্চা হয়েছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর