বড় মন দেখালেন সালমান, ক্ষুদার্থদের জন্য পৌঁছে দিলেন খাবার

বাংলাহান্ট ডেস্ক : এবার সালমান খান (salman khan) করোনা (corona)পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সাহায্য করতে একটা বড় উদ্যোগ নিয়েছেন। তিনি দৈনিক ২৫ হাজার শ্রমিককে সাহায্য করার জন্য এবং খাওয়ানোর জন্য রেশন ব্যবস্থা করেছেন । শুরু থেকেই দেখেছি বলিউডের ভাইজান বহু দরিদ্র মানুষকে সাহায্যে করেছেন। এবার তিনি বিইন হ্যাংগ্রি নামে একটি খাদ্য ট্রাক শুরু করেছেন, যা অভাবীদের কাছে খাবার পৌঁছে দিতে সহায়তা করবে।

ভারতবাসীর পাশে দাঁড়িয়েছে বহু মানুষ 

ভারতের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা। করোনভাইরাস নিয়ে এই খারাপ পরিস্থিতিতে এর আগে রতন টাটা, মুকেশ আম্বানি, অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, শাহরুখ খান, কমল হাসান আরো অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বিইন হিউম্যান ট্রাকের মাধ্যমে দেওয়া হচ্ছে খাবার

আর সম্প্রতি এই ট্রাকএর একটি ভিডিও দেখা গেছে। ভিডিওর শুরুতে এই ট্রাকটিকে মুম্বইয়ের খার রোডের স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
হ্যাংগ্রি বিইংকে খাবারের ট্রাকে লেখা রয়েছে এবং এর সাথে সংযুক্ত কর্মীরা লাইনের সাধারণ মানুষের কাছে একের পর এক রেশনের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছেন। আর এর মাধ্যমে অনেক মানুষকে উপকার পাচ্ছেন। অনেক অভুক্ত মানুষের পেটের জ্বালা মিটছে।

নিজের ফার্মের কর্মচারীদেরও সাহায্য করেছেন সালমান

এর আগে সালমান নিজের ফার্ম হাউসের ষাঁড়ের গাড়ি, ট্র্যাক্টারে অভাবী লোকদের জন্য পণ্য বোঝাই করেছেন।তাদের পরিবারকে সাহায্য করেছেন। তিনি নিজে ট্র্যাক্টারে রেশন সামগ্রী বিতরণ করে লোকদের সহায়তা করেছেন সেটাও দেখা গেছিলো।

সম্পর্কিত খবর