সুশান্তের বোনের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সালমান, মারাত্মক অভিযোগ সুশান্তের পরিবারের

বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু রহস্য আরো জটিল হচ্ছে। পোস্টমর্টেম এর ভিসেরা রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও তা মেনে নিতে নারাজ সুশান্তের পরিবার ও অনুরাগীরা। সালমান, মহেশ ভাট, করন ও অন্যান্যদের ওপর আঙুল তুলছে নেটপাড়া। এরই মধ্যে, সুশান্তের বোনের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সালমান খান (salman khan), এমনটাই অভিযোগ সুশান্তের পরিবারের এক সদস্যের।

   

১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা। কিন্তু এই তত্ত্ব মানতে চাননা দেশবাসী। তাদের অভিযোগ সুশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে ইতিমধ্যেই ৩০ জনকে জেরা করেছে পুলিশ। টানা ১১ ঘণ্টা ধরে জেরা করা হয় সুশান্তের কাছের বান্ধবী রিয়াকে। আজ ডেকে পাঠানো হয়েছে সঞ্জয় লীলা বনশালীর মত প্রভাবশালী ডিরেক্টরকে। এরই মধ্যে সুশান্তের পরিবারের তরফ থেকে অভিযোগ, তদন্তে বাধা দিতে সব রকম চেষ্টা করছেন সালমান খান।

সুশান্তের বোন শ্বেতা সিং এর শ্বশুর দেবেশ নারায়ন টুইটারে প্রধানমন্ত্রী, উদ্ধব ঠাকরে সহ দেশের বেশ কিছু ক্ষমতাসীন ব্যক্তিকে ট্যাগ করে টুইট করেন৷ টুইটে তিনি সরাসরি সালমান খানের বিরুদ্ধে অভিযোগ করেন যে তার পুত্রবধুর গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সালমান খান। কিন্তু রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় সেই টুইটটি। যা নিয়ে প্রশ্ন তুলছেন সুশান্ত ভক্তরা।

মৃত্যুর দুই সপ্তাহ পরেও এখনো কাটেনি সুশান্ত মৃত্যুর জটিলতা। যেভাবে একের পর এক চমকে দেওয়ার মত তথ্য ও দাবি উঠে আসছে তাতে এই রহস্য আরো ঘনীভূত হবে বলেই মনে করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর