আরিয়ান মামলা থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে, দিল্লিতে বদলি হচ্ছেন NCB আধিকারিক!

Pবাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খান (aryan khan) মাদক কাণ্ডে বড়সড় রদবদল। মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়ের (sameer wankhede) নাম। শুধু তাই নয়। মুম্বই থেকে দিল্লিতে বদলি করে দেওয়া হচ্ছে তাঁকে। আরিয়ান সহ আরো কয়েকটি মাদক মামলার তদন্তের জন‍্য বিশেষ সিট গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে থাকছেন সঞ্জয় সিং।

আরিয়ান জেলে থাকাকালীনই সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ‍্য দেওয়ার জন‍্য ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, এমনি অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিকও একের পর এক অভিযোগ এনেছেন সমীরের বিরুদ্ধে। তিনি একটি পুরনো জন্মনথি পত্রের ছবি টুইট করেছিলেন, যেখানে সমীরের বাবার নাম দাউদ ওয়াংখেড়ে হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু চাকরির পরীক্ষার সময় সমীর নিজের বাবার নাম লেখেন ধ‍্যানদেব ওয়াংখেড়ে।

1000082 aryan khan sameer wankhede
মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অভিযোগ করেন, নিজের জাত লুকিয়ে NCB র চাকরি পেয়েছেন সমীর। পালটা প্রেস বিবৃতিতে সমীর ওয়াংখেড়ে বলেন, তাঁর বাবা ধ‍্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে একজন হিন্দু‌। তিনি পুণের স্টেট এক্সাইজ শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিস ইনস্পেক্টর। মা প্রয়াত জাহিদা ছিলেন মুসলিম। তিনি মিশ্র সংষ্কৃতি এবং সেক‍্যুলার পরিবারে বড় হয়েছেন এবং তা নিয়ে তিনি গর্বিত।

তাঁর এবং তাঁর পরিবারের সম্মানহানি করা হচ্ছে বলে বম্বে হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন সমীর। কিন্তু অভিযোগ ওঠা বন্ধ হয়নি। আরিয়ানের জামিনের আগেও NCB র তরফ থেকে জানানো হয়েছিল তদন্তের নেতৃত্বে সমীর ওয়াংখেড়েই থাকছেন। কিন্তু এখন মনে করা হচ্ছে বিতর্ক বাড়ার জন‍্যই বদলি করে দেওয়া হচ্ছে তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর