এই গাছের চাষ করছে বহু কৃষক, ১০০টি চারা দেবে কোটি কোটি টাকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্বাদ এবং গন্ধ ছাড়া কি আপনি নিজের জীবন-কে কল্পনা করতে পারেন। এখন ভাবুন তো এই ব্যাপারটি যদি আপনি লাগাতে পারেন ব্যবসার প্রয়োজনে তাহলে কেমন হয়। এখানে বলা হচ্ছে খাদ্য সামগ্রী এবং সৌন্দর্য পণ্যের ব্যবসার কথা। দুই রকমের পণ্যের কাঁচামাল আসে খামার থেকে। সেটা কৃষি থেকে হোক বা বন থেকে পাওয়া ওষুধ হোক, সেই কাঁচামাল ছাড়া কিছু করা সম্ভব নয়। এই প্রসঙ্গেই আপনাকে জানাতে চলেছি চন্দন চাষ সম্পর্কে। শোনা যায় যে একটি কৃষক যদি ১০০টি চন্দন গাছ তৈরি করতে সফল হন তবে তিনি সহজেই ৫ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন।

চন্দন কাঠ হল এমন একটি কাঠ, যার দেশে বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কাঠের একটি। একটি চন্দন গাছ পরিপক্ক হতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। এরপর চন্দন গাছ কৃষকের আয়ের উৎস হয়ে ওঠে। চন্দন গাছ চাষের জন্য কিছু সরকারি নিয়মেরও ব্যাপারেও খেয়াল রাখতে হয়। সরকারের অনুমতি ছাড়া এই গাছ বিক্রি করা খুবই কঠিন। এমতাবস্থায় কেউ যখন চন্দন চাষ করার কথা ভাবে, তখন তাকে সরকারি নিয়ম মেনে চলতে হবে।

624d68af 1dd7 450a 9851 bea7970ca330

চন্দন গাছ থেকে দারুন আয় করা যায়। এটি দুটি উপায়ে প্রস্তুত করা যেতে পারে। প্রথমটি হল জৈব উপায়। তবে এই উপায়ে একটি চন্দন গাছ দাঁড় করাতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লাগে। অন্যটি ট্র্যাডিশনাল পদ্ধতি। যেখানে গাছ তৈরি হতে প্রায় ২০ থেকে ২৫ বছর সময় লাগে। বর্তমানে চন্দন চাষের অধিকাংশ ব্যবসায়ী জৈব পদ্ধতিই অবলম্বন করে থাকেন।

তথ্য অনুযায়ী, একটি চন্দন গাছ থেকে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। এমতাবস্থায় একজন কৃষক যদি ১০০ টি গাছ লাগিয়ে তার পরিচর্যা শুরু কনেন তাহলে চন্দনের কাঠ বিক্রি করে বছরে পাঁচ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন। চন্দন গাছ তৈরি হওয়ার পরে, এটি মূল থেকে কাটা হয় না। বরং এর কাঠ কেটে ব্যবহার করা হয়। ফলে গাছ একবার বড় হয়ে গেলে তা হয়ে দাঁড়ায় স্থায়ী রোজগারের রাস্তা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর