টাইমলাইনখেলাঅন্যান্য খেলাধুলা

একটি যুগের অবসান! নিজের অবসরের দিনক্ষণ ঘোষণা করে দিলেন কিংবদন্তি সানিয়া মির্জা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনার অবসান, শেষপর্যন্ত পেশাদার টেনিস থেকে নিজের অবসরের সময়টা নিশ্চিত করেছেন কিংবদন্তি মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza)। একসময় ডাবলসে বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বর স্থানে থাকা ভারতীয় টেনিস তারকা ঘোষণা করেছেন যে তিনি ফেব্রুয়ারিতে দুবাইতে আয়োজিত হওয়া ডব্লিউটিএ ১০০০ (WTA 1000) ইভেন্টটি সমাপ্ত হওয়ার পর অবসর নেবেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের (WTA) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া এই কথা ঘোষণা করেছেন।

তার আগে অবশ্য চলতি মাসেও তাকে কোর্টে দেখা যাবে। কাজাখিস্তানের আনা দানিলিনার সাথে জুটি বেঁধে জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলস খেলবেন ৩৬ বছর বয়সী টেনিস তারকা। গতবছর তিনি কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেনে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেন হতে চলেছে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম।

সানিয়া মির্জা দীর্ঘদিন কাফ ইনজুরির সাথে মোকাবিলা করে অবশেষে সুস্থ হয়েছেন। ২০২২-এই মরশুমের শেষে অবসর নেওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু আগস্টে এই কনুইয়ের আঘাত তাকে ইউএস ওপেনে নামতে দেয়নি, তাই অবসর পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিতে বাধ্য হন তিনি।

Sania Mirza,Sania Mirza Retirement,Tennis,Australian Open 2023,WTA 1000,India

অবসরের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলতে গিয়ে সানিয়া বলেছেন, “আমার মনের মধ্যে এতটা মানসিক দৃঢ়তা বা ধাক্কা নেওয়ার ক্ষমতা আর নেই। আমি ২০০৩ সালে পেশাদার টেনিস খেলতে শুরু করেছিলাম। টেনিসই আমার এতদিন সবকিছু ছিল, কিন্তু এবার অগ্রাধিকারে পরিবর্তন আসছে এবং এখন আমার অগ্রাধিকার প্রতিদিন আমার শরীরকে নিংড়ে কোর্টে নামার চেষ্টা করাটা নয়।”

অবসর গ্রহণের পর তার পরিকল্পনা কি সেটাও সকলের সামনে এনেছেন সানিয়া। তিনি দুবাইতে আরো পড়াশুনা করতে চান যেটা আগে টেনিস খেলার জন্য সম্ভব হয়নি। এই ব্যাপারে তাকে সম্পূর্ণ সমর্থন করছেন তার স্বামী পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি শোয়েব মালিক। সানিয়া মির্জাকে ভারতীয় ক্রীড়া প্রেমীরা মনে রাখবেন ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড় হিসেবেই।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker