স্যানিটাইজার খেয়ে ফেলে মারা গেলেন জেলবন্দি! অ্যালকোহলের গন্ধে মদ ভেবে বিপত্তি

বাংলাহান্ট ডেস্কঃ জেলের ভিতরেও হ্যান্ড স্যানিটাইজারকে (Sanitizer) অত্যাবশ্যকীয় বস্তুর তালিকায় যোগ করেছে কেন্দ্র। উদ্দেশ্য একটাই, করোনাভাইরাসের (corona virus) প্রকোপে যেন না পড়েন কোনও বন্দি। ইতিমধ্যেই মেলামেশা বন্ধ করতে দেশজুড়ে লকডাউন (lockdown) ঘোষণা করেছে সরকার। কিন্তু জেলে তো তা সম্ভব নয়, তাই হ্যান্ড স্যানিটাইজারই ভরসা। কিন্তু কে জানত, সেই স্যানিটাইজার খেয়েই মৃত্যু হবে জেলবন্দির!

   

বৃহস্পতিবার কেরলের পালাক্কাড় জেলের এই ঘটনায় পুলিশ জানিয়েছে, জেলের ভিতরেই কয়েক দিন ধরে হ্যান্ড স্যনিটাইজার বানাচ্ছিলেন কয়েদিরা। তাতেই অ্যালকোহলের গন্ধ পেয়ে রমনকুট্টি নামের ওই কয়েদী হয়তো মদ ভেবেছিলেন। স্যানিটাইজার খাওয়ার পরেই তাঁকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিন দিন ধরে সেখানেই চিকিৎসা চলে তাঁর। তার পরে মারা যান তিনি। ময়নাতদন্ত করে পাকস্থলীতে প্রচুর পরিমাণে স্যানিাইজার পাওয়া যায়। তবে তিনি ইচ্ছে করেই খেয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

অন্যদিকে এই করোনা-আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে কেরালাতে ( Kerala) নিষিদ্ধ হয়েছে সমস্ত রকম মদ বিক্রি। দেশজুড়ে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত কেরালায় বন্ধ থাকবে সব মদের দোকান। একইসঙ্গে, এই করোনার জন্যই দেশের কয়েক হাজার বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশ অনুযায়ী একে একে বিভিন্ন রাজ্য বন্দিদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিতে শুরু করেছে৷ মহারাষ্ট্র, রাজস্থান, পঞ্জাব ও দিল্লি সরকার ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বন্দিদের প্যারোলে ছাড়া হবে৷

এখনও পর্যন্ত দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৭। মারা গেছেন ২০ জন। পরিস্থিতি যাতে আর খারাপ না হয়, সে জন্য সর্বতো চেষ্টা করছে সরকার (goverment ) ও প্রশাসন (Administration) ।

সম্পর্কিত খবর