বিজেপির শরিক দলে যোগ দিলেন মুন্নাভাই

বাংলা হান্ট ডেস্ক: রাজনীতির ময়দানে এবার নাম লেখাচ্ছেন  মুন্নাভাই। সঞ্জয় দত্তের রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল  উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি দ্বারা। তবে প্রার্থী হিসেবে ব্যর্থ হন তিনি। এর পর তিনি সেই ময়দান থেকে বেরিয়ে যান। সেই সময় এক প্রতিবেদনে জানায়, ১০ বছর পর ফের রাজনীতিতে অন্তর্ভুক্তির পথে সঞ্জয়। এই দাবি করেছেন রাষ্ট্রীয় সমাজ পক্ষ তথা আরএসপি’র সভাপতি তথা মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী মহাদেব জানকার।তিনি বলেন,”সেপ্টেম্বরেই তার দলে যোগ দেবেন সুনীল দত্তের ছেলে”।

দলের ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠানে রোববার জানকার বলেন, “অভিনেতা সঞ্জয় দত্ত আরএসপি’তে যোগ দিতে চলেছেন। তবে তারিখ নিয়ে কিছু সমস্যা রয়েছে।সঞ্জয় সেই কারণে তারিখ মিস করেছেন। সেই জন্য তার দলে অন্তর্ভুক্তি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে। ”

সঞ্জয় এখন আছেন দুবাইয়ে আছেন সেখান থেকেই একটা বিষয়টি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে সেখানে জানকারকে বন্ধু ও ভাই বলে দাবি করেন তিনি। আরএসপি’র প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছাও জানান।

জানকার পশুপালন ও মৎস্য দপ্তরের মন্ত্রী।২০১৪ সাল থেকে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের খুব ছোট শরিক আরএসপি। পুনের দাউন্ড বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি রাহুল কুল দলের একমাত্র বিধানসভার সদস্য।

সঞ্জয়ের বাবা সুনীল মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে পাঁচবার প্রতিনিধিত্ব করেছেন। একবার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। সঞ্জয়ের বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাবেক সাংসদ।

সম্পর্কিত খবর