IPL-এর কমেন্ট্রি প্যানেল থেকে ছেটে ফেলা হল সঞ্জয় মঞ্জরেকারকে

বাংলা হান্ট ডেস্কঃ অনেকদিন আগেই ধারাভাষ্যকরের প্যানেল থেকে প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকারের নাম মুছে দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে ফের ধারাভাষ্য দিতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন সঞ্জয় মঞ্জরেকার। এবারও তাকে প্রত্যাখ্যান করল বিসিসিআই অর্থাৎ বিসিসিআই তাকে পরিস্কার ভাবে জানিয়ে দিল কোন ভাবেই তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় আর দেখতে চাইনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

গত মার্চ মাস থেকেই সঞ্জয় মঞ্জরেকারের সঙ্গে বিতর্কে সূত্রপাত হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ ধারাভাষ্য দেওয়ার সময় বারবার ক্রিকেটারদের ছোট করেন সঞ্জয় মঞ্জরেকার। এই একই ভঙ্গিমাতে সঞ্জয় মঞ্জরেকার ছোট করেছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এটা একেবারেই ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এর প্রতিবাদ করেছিলেন রবীন্দ্র জাদেজাও। এছাড়াও সতীর্থ ধারাভাষ্যকর হর্ষ ভোগলেও তীব্র ভৎসনা করেছিলেন মঞ্জেরেকার। আর এইসব নানান কারণে সঞ্জয় মঞ্জরেকারের উপর ক্ষুন্ন হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে মুছে দেওয়া হয় সঞ্জয় মঞ্জরেকারের নাম।

ফের এবারের আইপিএলে ধারাভাষ্যকার করতে চেয়ে বিসিসিআই এর কাছে আবেদন করে চিঠি দিয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকার কিন্তু তার তাকে ক্ষমা করা হয়নি। এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে ফোনও করেছিলেন তিনি কিন্তু তাও বোর্ডের অন্যান্য কর্তারা সঞ্জয় মঞ্জরেকারকে ধারাভাষ্যকারের ভূমিকায় নিতে রাজি হননি তার একমাত্র কারণ তিনি বারবার ভারতীয় ক্রিকেটারদের ছোট করেছেন। ইতিমধ্যে ধারাভাষ্যকার প্যানেলের জন্য মোট সাত জনের একটি টিমের নাম ঘোষণা করেছে বিসিসিআই। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সঞ্জয় মঞ্জরেকারকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর