পাঁচতারা হোটেলে গোপন বৈঠক সঞ্জয় রাউত আর দেবেন্দ্র ফড়নবিশের, ফের উথালপাথাল মহারাষ্ট্রের রাজনীতি

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন তিন দলের মহাবিকাশ জোটের স্থিরতা নিয়ে চর্চার মধ্যে শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত (sanjay raut) বিরোধী নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (devendra fadnavis) সাথে একটি হোটেলে সাক্ষাৎ করলেন। দুই নেতার মধ্যে হওয়া এই সাক্ষাতে রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে।

sanjay raut 1200 2 1

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। শোনা যাচ্ছে যে, এই সাক্ষাৎকে গোপনীয় রাখা হয়েছে। দুই নেতার মধ্যে দুপুর দেড়টা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত গোপন বৈঠক চলে। শিবসেনা আর বিজেপির নেতাদের কাছে এই বৈঠক নিয়ে আগে থেকে কোনও সুচনা ছিল না।

যদিও, দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনো সামনে আসেনি। কিন্তু এই সাক্ষাৎ রাজ্যের রাজনীতিতে ভূমিকম্প এনে দিয়েছে। এই সাক্ষাৎ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দাবনে বলেন, এই সাক্ষাতের বেশি মানে বের করার কোনও দরকার নেই। কিছুদিন আগে আমিও রাউতের সাথে সাক্ষাৎ করেছিলাম, আর দুজন একসাথে চাও খেয়েছিলাম।

জানিয়ে দিই, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেস-এনসিপির সাথে মিলে মহারাষ্ট্রে সরকার গড়েছিল শিবসেনা। আর এই সরকার গঠনের পিছনে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বড় ভূমিকা ছিল। যেহেতু সঞ্জয় রাউত শিবসেনার মুখপত্র সামনাত সম্পাদকীয় থেকে বিগত কয়েকদিন ধরেই দেবেন্দ্র ফড়নবিশকে আক্রমণ করে চলেছিলেন। আর এরপর এই গোপন সাক্ষাৎ অনেক গুরুত্বপূর্ণ বলেই মেনে নেওয়া হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর