এবার রাণুর গানের প্রশংসায় উচ্ছসিত শঙ্কর মহাদেবন, নিজেই শেয়ার করলেন ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : আর পাঁচটা দিনের মতোই রানাঘাটের রামু স্টেশনে বসে খালি গলায় গান করছিলেন তার মনমোহিত কণ্ঠে। গাইছিলেন ‌‘শোর’ ছবিতে মুকেশ–লতার গলায় সুপারহিট ‘‌কুছ পা কর খোনা হ্যায়, কুছ খো কর পানা হ্যায়।’ এক ব্যক্তি সেই গান ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় রানাঘাটের রাণু মারিয়া মণ্ডলকে।

সেই গান তাকে পৌঁছে দিল সোজা মুম্বইয়ে। খোদ শঙ্কর মহাদেবন তাঁর ভাইরাল হওয়া গানের ভিডিওটি দেখলেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন। জানা যায় রানাঘাট স্টেশনে বসে অনেক দিন ধরেই গান করেন রাণু। কেউ কোনও বিশেষ গান শোনানোর অনুরোধ করলে সেটাও শোনান। আর এরকমভাবে হঠাৎই স্টেশনের প্ল্যাটফর্মে তাঁর গান রেকর্ড করেছিলেন এক যাত্রী। তারপরই রাতারাতি সেলিব্রিটি হয়ে পড়ে রাণু।

তবে এমন গানের গলা সত্বেও রাণু এভাবে রানাঘাট স্টেশনে অবহেলায় পড়ে থাকে কেন?‌ এই প্রশ্নেই উত্তর যদিও রাণুর নিজের কাছেও অজানা।অবশ্য তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি ছিল কৃষ্ণনগরের নতুনপাড়ায়। পরে তিনি রানাঘাটের বেগোপাড়ায় মাসির বাড়িতে চলে আসেন। বিয়ে হয়। স্বামীর সঙ্গে চলে যান মুম্বই। আঠারো বছরের সংসার। সেখানেই রয়েছে দুই ছেলেমেয়ে। কিন্তু পরে ফিরে আসেন এখানেই। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একফালি জমি। সেখানেই রয়েছে রাণুর বাড়ি। তিনি আরও জানান, না লেখাপড়া, না গান–কোনওটাই কেউ শেখায়নি। নিজের ইচ্ছেয় রেডিও এবং টেপ রেকর্ডার শুনে শুনে গান শিখেছেন। এমনকি একটি অর্কেস্ট্রা দলের সঙ্গে গানও করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে বিড়ম্বনায় ফেলেছে বড়ই।তবে এখন তার সুরেলা কণ্ঠ দ্রুতই তার সুদিন আনবে এমন আশা করা যায়।

সম্পর্কিত খবর