“খোকন শোনা শুনলে?” ভুল জাতীয় সংগীত গাওয়া প্রসঙ্গে অভিষেককে পাল্টা আক্রমণ শঙ্কুদেব পান্ডার

ডুমুরজলায় বিজেপির যোগদান মেলায় ভুল জাতীয় সংগীত গাওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। অভিষেক ব্যানার্জী থেকে শুরু করে পার্থ চাটার্জীর মতো বড়ো বড়ো নেতারা এই অভিযোগ তুলে একের পর এক টুইট করেছেন। পার্থ চট্টোপাধ্যায় ভিডিও পোস্ট করে লিখেছেন, “আজ হাওড়ায় জাতীয় সংগীতের অবমাননা করলেন @BJP4India-র নেতৃত্ব। অভাবনীয়ভাবে তাঁরা “জনগণমঙ্গলদায়ক”-এর পরিবর্তে গেয়ে বসলেন “জনগণমন-অধিনায়ক”।” পার্থ চট্টোপাধ্যায় আরো লিখেছেন, দেশভক্তির নামে জাতীয় সংগীতের অপমান একমাত্র বিজেপিই করতে পারে।

একইভাবে অভিষেক ব্যানার্জীও এই ইস্যুতে বিজেপিকে আক্রমন করেছেন। অভিষেক ব্যানার্জী বিজেপিকে আক্রমন করে লিখেছেন, এরাই সেই পার্টি যারা দেশের গৌরবকে বৃদ্ধি করার ভাষণ দেয়। তবে অভিষেক ব্যানার্জীকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।

বিজেপি নেতা এক ভিডিও টুইট করে অভিষেক ব্যানার্জী ও চন্দ্রিমা ভট্টচার্যকে ট্যাগ করেছেন। ভিডিওতে চন্দ্রিমা ভট্টচার্যকে ভুল জাতীয় সংগীত গাইতে দেখা যাচ্ছে। একই সাথে মঞ্চে অভিষেক ব্যানার্জীও উপস্থিত রয়েছেন। শঙ্কুদেব পান্ডা অভিষেক ব্যানার্জীকে ট্যাগ করেছেন একই সাথে “খোকাশোনা শুনলে, এবার কি বলবে?” লিখে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত জানিয়ে দি, পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির লড়াই বেশ জমে উঠেছে। একদিকে তৃণমূলের একের পর এক বড়ো নেতা বিজেপিতে যোগদান করছেন। অন্যদিকে তৃণমূল নিজের আধিপত্য বজায় রাখতে সমস্থ চেষ্টা ঝুঁকে দিয়েছে।

সম্পর্কিত খবর