মোটা হোন বা রোগা, ভালবাসুন নিজেকে, পরামর্শ সারার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নবাগতা জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম সইফ কন্যা সারা আলি খান। মাত্র দু বছর আগেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। এরই মধ্যে একের পর এক সুপারহিট ছবি ভরে নিয়েছেন তাঁর ঝুলিতে। শুধু অভিনয় দিয়ে নয়, নিজের মিষ্টি স্বভাব দিয়েও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন সারা। চিরদিনই খুব স্পষ্টবক্তা তিনি। মনের কথা চেপে না রেখে স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন তিনি। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়েও বেশ খোলামেলা সইফ কন্যা।

এর আগেই সারা জানিয়েছিলেন একটা সময় তাঁর ওজন অত্যন্ত বেশি ছিল। প্রায় ৯০ কিলোর ওপর ওজন ছিল সারার। সেই সময়কার ছবিও এসেছিল প্রকাশ্যে। তখনকার সারা আর এখনকার সারার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এখন তাঁর ওজন মাত্র ৫২ কেজি। দেড় বছরেই ৩৮ কেজি ওজন ঝড়িয়েছেন তিনি। তবে নিজের স্থূল শরীর নিয়ে কোনও দিনই অপ্রস্তুত বা লজ্জিত ছিলেন না সারা। এখন তাঁর আর আগের চেহারা নেই। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলে এখন রীতিমতো স্লিম ট্রিম হয়ে গিয়েছেন তিনি।

   

https://www.instagram.com/p/B9eQkGppgRt/

সারার মতে, নিজেকে সবসময় ভালবাসা উচিত। শরীর যেমনই হোক, মোটা বা রোগা, তা দিয়ে কখনও কাউকে বিচার করা উচিত নয়। মানুষের বিচার হওয়া উচিত সবসময় তাঁর মনের দিক দিয়ে। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসে নিজের আগের ও এখনকার কয়েকটি ছবির কোলাজ শেয়ার করেছিলেন সারা। সেখানেই তিনি লেখেন, নিজের সবকটি ভার্শনকে ভালাবাসা উচিত। নেটিজেনরাও সমর্থন করেছেন সারার কথাকে।

https://www.instagram.com/p/B9jdWtKJxmT/

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। তাঁর ঝুলিতে রয়েছে কুলি নাম্বার ১ এর সিকুয়েল ও অতরঙ্গি রে-র মতো ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর