হাজির ‘মিঠাই’এর প্রতিপক্ষ, ‘খড়কুটো’কে উড়িয়ে প্রথম সপ্তাহেই তৃতীয় দেবশ্রীর ‘সর্বজয়া’

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম ‘মিঠাই’ (mithai)। কার্যতই অসাধ‍্য সাধন করেছে জি বাংলার এই সিরিয়াল। টানা দু মাসেরও বেশি দিন ধরে টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে মিঠাই। এতদিনেও এই শীর্ষস্থান কেউ টলাতে পারেনি। তবে এবার হয়তো মিঠাই এর কঠোর প্রতিপক্ষ এসে গিয়েছে। শুরুর সপ্তাহেই বড়সড় চমক দেখিয়েছে দেবশ্রী রায়ের সিরিয়াল ‘সর্বজয়া’ (sarbajaya)।

মাত্র কদিন হল শুরু হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল সর্বজয়া। ‘জীবন সাথী’কে সরিয়ে তার স্থানে নটার স্লটে এসেছে এই সিরিয়াল। দীর্ঘ দিন পর ফের ছোটপর্দায় দেখা মিলেছে দেবশ্রীর। কিন্তু এতদিন লাইট ক‍্যামেরা অ্যাকশন থেকে দূরে থেকেও তাঁর চার্ম যে এতটুকু কমেনি তা প্রমাণ হয়ে গিয়েছে টিআরপি চার্টেই। প্রথম সপ্তাহেই কামাল দেখিয়ে সোজা তৃতীয় স্থান দখল করে নিয়েছে সর্বজয়া। প্রাপ্ত নম্বর ৮.৫।

Siddhartha and Mithai in Mithai 1
প্রথম স্থানে অবশ‍্য এখনো স্বমহিমায় বিরাজ করছে মিঠাই। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে একটু হলেও কমেছে নম্বর। ১১.৭ থেকে কমে হয়েছে পুরোপুরি ১১। দ্বিতীয় স্থানও ধরে রাখতে পেরেছে অপরাজিতা অপু। প্রাপ্ত নম্বর ৯। ৭.৯ ও ৭.৮ নিয়ে নম্বর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে যমুনা ঢাকি ও কৃষ্ণকলি।

তবে এদের মাঝে পড়ে করুণ অবস্থা এক সময়ের টপার ‘খড়কুটো’র। প্রথম পাঁচের মধ‍্যেও স্থান হয়নি স্টার জলসার এই সিরিয়াল। ৭.৩ নিয়ে ষষ্ঠ স্থান পেয়েছে এই সিরিয়াল। তার পরপরই রয়েছে কড়ি খেলা, ধুলোকণা, করুণাময়ী রাণী রাসমণি এবং সবার শেষে শ্রীময়ী।

এ সপ্তাহের রেটিং চার্ট দেখে একটা কথা স্পষ্ট, জি বাংলার কাছে খড়কুটো ও ধুলোকণার মতোই উড়ে গিয়েছে স্টার জলসা। গোটা টিআরপি তালিকায় কার্যত রাজত্ব করছে জি বাংলা। অপরদিকে মন ফাগুন, শ্রীকৃষ্ণ ভক্ত মীরার মতো একসঙ্গে বেশ কয়েকটি নতুন সিরিয়াল এনেছে স্টার জলসা। যদিও ধুলোকণা ছাড়া আর কোনোটাই এক থেকে দশের মধ‍্যে জায়গা করতে পারেনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর