রাজনীতি দূরে সরিয়ে রেখে দুর্গতদের পাশে সৌমিত্র-হিরণ, সাংসদ বললেন সরকার ত্রাণ লুঠে ব্যস্ত, দিতে না

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে গিয়েছে ইয়াশ ঘূর্ণিঝড়। সেই বিপদ কাটতে না কাটতেই আরও একটি বিপদের সম্মুখীন হয়েছে দুই মেদিনীপুরের মানুষ। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জনজীবন ব্যস্ত হয়ে উঠেছে। চাষের জমি থেকে শুরু করে মানুষের থাকার ঘরে পর্যন্ত ঢুকে গিয়েছে জল। ইয়াশে ভরা কোটালে যেমন অবস্থা হয়েছিল তাঁদের, এবারও প্রায় ঠিক তেমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে।

অভিনেতা থেকে নেতা হওয়া হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিছুদিন আগে খড়গপুরে পোস্টার পড়েছিল। সেখান লেখা ছিল, ‘নিখোঁজ হিরণকে খুঁজে দেওয়া হলে পুরস্কার দেওয়া হবে।” বলে রাখি, ইয়াশ মোকাবিলার সময় বিজেপির বিধায়ক হিরণকে মাঠে নেমে কাজ করতে দেখা গিয়েছিল। আর এখন এলাকায় অতিবৃষ্টির ফলে শুরু হওয়া সমস্যার মোকাবিলার জন্য হিরণকে আবারও মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল।

বিজেপির বিধায়ক হিরণ, বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলির পরিদর্শনে যান। আর সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ত্রিপল এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। অন্যদিকে, একই চিত্র দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। সেখানকার সাংসদ সৌমিত্র খাঁকেও মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

শুক্রবার নিজের সংসদীয় এলাকায় দুর্গত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সৌমিত্র খাঁ। সেখানে গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের হাতে ত্রাণ এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। সৌমিত্র খাঁ বলেন, রাজনীতির রঙ দেখে না মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এখানে এসেছি।

সৌমিত্র খাঁ আরও বলেন, তৃণমূল সরকার আশার পর থেকে মানুষের পাশে দাঁড়ানোর থেকে মানুষকে লুঠ করেছে বেশি। আমরা সরকারে না থাকলেও মানুষের পাশে থাকব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। সরকার শুধু ত্রাণ নিয়ে দুর্নীতি করতে পারে, ত্রাণ বণ্টন করতে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর