বিজেপির বিধায়ক খুনে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআই আর দায়ের করার কথা বললেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি বিধায়ক খুনের ঘটনায় সরাসরি তৃণমূলকে অভিযুক্ত করলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। উনি আজ এই ঘটনার পর হেমতাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বিজেপির সমস্ত নেতা/কর্মীদের বিধানসভা ঘেরাও করার নিদান দিয়েছেন। উনি বলেন, একজন বিধায়কের কোন দেহরক্ষী ছিল না। শুধুমাত্র তৃণমূল বিধায়কের দেহরক্ষী থাকবে আর বাকিদের থাকবে না। এই নিয়ে বিধানসভা অধ্যক্ষকে জবাব দিতে হবে।

এমনকি উনি এও বলেন যে, এই ঘটনায় মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিৎ। কারণ তিনি পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে যে একজন বিধায়কের দেহরক্ষী গেলো কোথায়? উনি সরাসরি এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। আরেকদিকে তৃণমূলের নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় সিবিআই তদন্ত চাননা বলে জানিয়ে দিয়েছেন।

ফিরহাদ হাকিম বলেন, কিছু হলেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে দেয়। উনি বলেন যে, রাজ্যের পুলিশের উপর আস্থা হারিয়েছে বিজেপি। তিনি এও বলেন যে, বিজেপি সবকিছুতেই রাজনীতি টেনে আনে। গোটা দেশে করোনার কারণে মানুষের কত কত মৃত্যু হচ্ছে সেটা নিয়ে বিজেপির মাথাব্যাথা নেই। কিন্তু তাঁরা এসবের মধ্যে রাজনীতি টেনে আনতে সবার আগে এগিয়ে আসে। এটাই বিজেপির আসল রুপ।

উনি বলেন, মানুষের সুস্থ ও স্বাভাবিক থাকাটা সবথেকে বেশি প্রয়োজনীয়। কিন্তু বিজেপির সেসব নিয়ে ভ্রূক্ষেপ নেই। তাঁরা সবকিছুতেই রাজনীতি নিয়ে আসে। কিন্তু তৃণমূল মানুষের ভালো মন্দ সবদিকেই নজর রাখে। আমাদের কাছে আগে মানুষ তারপর রাজনীতি।

ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করে বলেন, ওঁরা অশিক্ষিত, ওঁরা বলে গরুর মুত্র খেলে করোনা সেরে যাবে। গরুর দুধ থেকে সোনা বের হয়। এদের কাছে এরথেকে বেশি আর কিছু আশা করা যায় না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর