অডিও টেপ ভাইরাল হওয়ার পর মুখ খুললেন সৌমিত্র খাঁ, দিলেন বিস্ফোরক বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩-র বেশি আসন পাবে না। আমি নিজের টা ধরে রাখতে পারব কী না সন্দেহ আছে। আমার কেন্দ্র ৫০-৫০ এ আটকে আছে। কখনো ৬০-৪০ ও হচ্ছে। শনিবার এমন এক অডিও ক্লিপ ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়। দাবি করা হয় যে, যাকে এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে, তিনি হলেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

সাংসদের এই অডিও টেপ ভাইরাল হওয়ার পর কার্যত চাপে পড়ে যায় গেরুয়া শিবির। এরপর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ড্যামেজ কন্ট্রোলে নামেন। তিনি সরাসরি এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি এও বলেন যে, আমাদের কাছে এমন কোনও যন্ত্র নেই যেটা দিয়ে আমরা প্রমাণ করব যে, এটা সৌমিত্রবাবুর কণ্ঠস্বর। সুকান্তবাবু যে এই ঘটনা খারিজ করে দিচ্ছেন, সেটা ওনার মন্তব্য শুনলেই স্পষ্ট বোঝা যায়।

উল্লেখ্য, একুশের নির্বাচনের পর এ রাজ্যে বিজেপির অবস্থা করুণ হয়ে পড়েছে। একে একে দল ছাড়ছেন ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতারা। এমনকি, প্রথম থেকে বিজেপি করা বাবুল সুপ্রিয়র মতো নেতারাও বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছেন। এছাড়াও একুশের নির্বাচনের পর রাজ্যে হওয়া প্রতিটি উপ নির্বাচনে ভরাডুবি বিজেপির আরও চিন্তা বাড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কী এই হতাশা থেকেই সৌমিত্রবাবু এমন মন্তব্য করলেন?

আমাদের তরফ থেকে সৌমিত্র খাঁ-র সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে, তিনি পাল্টা এই নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন। বলে দিই, ভাইরাল হওয়া অডিও ক্লিপ আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। আর সেই কারণেই এই ইস্যুতে যখন সৌমিত্রবাবুর সঙ্গে যোগাযোগ করা হয় আমাদের তরফ থেকে, তখন সাংসদ বলেন ‘এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।”

সাংসদ সৌমিত্র খাঁ বলেন, তৃণমূল নোংরা রাজনীতির খেলায় নেমেছে, ওঁরা যেভাবেই হোক বিজেপিকে চাপে রাখতে চায়। সিপিএম শূন্য আর তাঁদের সঙ্গে বোঝাপড়া করেই তৃণমূল এখন বিজেপিকে শেষ করতে চাইছে। আর সেই পরিকল্পনাতেই তাঁরা এমন এমন মিথ্যে অডিও টেপ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।

সৌমিত্র খাঁ এ অডিও টেপের সঙ্গে ত্রিপুরার রাজনীতিও জুড়ে দেন। তিনি বলেন, তৃণমূল এখন ত্রিপুরাতে দাঁত ফোটাতে চাইছে। সামনেই ত্রিপুরায় পুরসভা নির্বাচন। ওঁরা জানে যে ওঁরা ওখানে একটাও ওয়ার্ডে জিততে পারবে না। আর সেই কারণেই ওঁরা এখানকার নেতাদের নিয়ে মনগড়া কাহিনী বানিয়ে ত্রিপুরাতে প্রচার করতে চাইছে। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

সৌমিত্রবাবু আরও বলেন, তৃণমূল চাইছে বিজেপির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে বিজেপিকে রুখতে। ওঁরা সেই ইংরেজদের মতোই ‘ডিভাইড এন্ড রুল” পলিসি কার্যকর করতে চায়, আর সেই কারণেই এমন মিথ্যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনে এসব গুজব ছড়াচ্ছে। সাংসদ এও বলেন যে, তৃণমূল যতই করুক না কেন, ওদের এই ষড়যন্ত্র কোনদিনও সফল হবে না।

সাংসদ আরও বলেন, পেট্রোপণ্যে ট্যাক্স না ছাড়া আর রাজ্যের চাকরি প্রার্থীদের দ্বারা করা আন্দোলন থেকে নজর ঘোরাতে তৃণমূল এখন এই নোংরা খেলায় নেমেছে, মানুষ এর জবাব দেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর