মানবিক শহরে অমানবিকতা ! চাঞ্চল্যকর ভিডিও করলেন সৌমিত্র খান, সঙ্গে বুদ্ধিজীবীদের দিলেন খোঁচা

বাংলাহান্ট ডেস্ক- বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ, গত ২দিন আগে বসিরহাটে একটি অভিনন্দন যাত্রা করেন সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্টজনের বাংলার বুদ্ধিজীবীদের নেন তিনি বলেন সিপিএম এবং তৃণমূলের কিছু বুদ্ধিজীবী আছে যারা সরকারের পদলেহন করে চলে।

BJP MP Saumitra Khan

এরপর এই গোটা রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সমাজের বেশিরভাগ মানুষই সৌমিত্র খাঁয়ের বক্তব্যকে সমর্থন জানায় কিন্তু তিনি আজ তার সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজ থেকে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কলকাতার রেড রোডে সন্ধ্যায় একটি বাইকের সাথে গাড়ির সংঘর্ষ হয়। সেই সময় দুইজন পড়ে যান সঙ্গে একজন শিশু ছিলেন।

একাধিক গাড়ি পাশ দিয়ে চলে গেলেও কেউ সেখানে দাঁড়াননি সাংসদ সৌমিত্র খাঁ সেখানে দাঁড়ান এবং ২আহত ব্যক্তিকে পাশে সরিয়ে নেন তাদের চিকিৎসার জন্য সমস্ত যাবতীয় খরচ এ দায়িত্ব নেন। কর্মরত পুলিশ অফিসারকে নির্দেশ দেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, আমরা বাংলার মানুষের পাশে আছি মানুষের বিপদে পাশে থাকার সব সময় অঙ্গীকারবদ্ধ কিন্তু যে কলকাতা শহরে প্রতিবাদ নিয়ে বিশিষ্টজনেরা মুখরিত হয়।

তারা আজ নীরব, তিনি আরো বলেন যখন কামদুনি,কালিয়াগঞ্জ থেকে শুরু করে বাংলার সমস্ত প্রান্তে এবং কি কালীঘাটে কোন মহিলা ধর্ষণ হয় তখন কেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা একটু শব্দ খরচ করেন না। তারমানে তারা সরকারের পক্ষ নিয়ে কথা বলে নির্ভয়া কান্ড যখন উপযুক্ত শাস্তি পায় সেই সময় গোটা দেশ যখন আনন্দিত হয়।

সেই সময়ে কলকাতার সহ বাংলায় একাধিক জায়গায় নারীদের অসম্মান করা হচ্ছে এবং তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাংলা আগামীদিন বিপদ। এদিকে আরো এগিয়ে যাবে এছাড়া তিনি আরেকটি প্রসঙ্গ তুলে আনেন, তিনি বলেন এনপিআর একটি সাংবিধানিক কার্যক্রম।

এটা কোন পার্টির বিষয় নয় এখানে সারা দেশের প্রতিটি রাজ্যের সচিবরা হাজির হয়েছে অর্থাৎ তারা এই এনপিআর কি সমর্থন করেছেন। এই জনগণনা যে অনলাইনের মাধ্যমে হচ্ছে তা প্রতিটি রাজ্য কার্যকর করতে বদ্ধপরিকর। শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন বাদ? তাহলে কি এখানে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর হয়ে উঠবে বাংলা।

আমরা এটা হতে দেব না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন মানুষের পাশে থাকলে মানুষ উপযুক্ত জবাব দেবে, সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছেন সেই ভিডিও থেকে সূত্র ধরে খবরটি করা হয়েছে।

সম্পর্কিত খবর