চরম বিপাকে মনোজরা! প্রথম দিনের খেলা শেষে বাংলাকে চূড়ান্ত বেকায়দায় ফেলেছে সৌরাষ্ট্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শাহবাজ (Shahbaz Ahmed) ও অভিষেকের (Avishek Porel) মরিয়া লড়াইয়ে খুব বেশি লাভ হলো না বাংলার (Bengal Ranji Team)। জয়দেব উনদকাট (Jaydev Unadkat), চেতন সাকারিয়াদের (Chetan Sakaria) দাপটে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলা অলআউট হয়ে গেল মাত্র ১৭৭ রানে। বেশ কিছু ক্ষেত্রে উইকেট ছুড়ে এলেন বাংলার ক্রিকেটাররা। রঞ্জি (Ranji Trophy) ফাইনাল বাংলার ভাগ্য কোন দিকে গড়াবে তা পুরোপুরি নির্ভর করছে বাংলার বোলারদের ওপর।

   

দিনের প্রথম সেশনে ইডেনের ঘাস বেছানো উইকেটে বাংলার দুই ওপেনার এবং তিন নম্বরে নামা সুদীপ কুমার ঘরামী অসহায়ের মত নিজের উইকেট খোয়ান। বল মারাত্মক সুইং করছে দেখেও শরীরের থেকে দূরে থাকা বলে ড্রাইভ মারতে গিয়ে নিজের উইকেট উপহার দিয়ে আসেন মনোজ। অনুষ্টুপ মজুমদার বাংলার ক্রাইসিসম্যান বলে পরিচিত। কিন্তু তার পক্ষেও কোনও কোনও দিন ব্যর্থ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।

আজ ছিল তেমনই একটা দিন। ভালো শুরু করেও ১৬ রানের মাথায় উইকেটের পেছনে খোঁচা দিয়ে ফিরে যান বাংলার রুকু দা। নতুন বলের হাত থেকে শাহবাগ আহমেদ এবং অভিষেক পোড়েলকে বাঁচানোর জন্য অলরাউন্ডার আকাশ ঘটককে আগে পাঠানো হয়েছিল। বহু সমস্যার মধ্যেও কোনওক্রমে নিজে সেট হয়েছিলেন। কিন্তু তার ৪৮ বলে ১৭ রানের ইনিংসটি ব্যর্থ হয়ে গেল যখন তিনি সাকারিয়ার বলে পূল করতে গিয়ে সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনটকাটের হাতে ক্যাচ তুলে দেন। এরপর সৌরাষ্ট্রের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেছিলেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। দুজনেই বেশকিছু দৃষ্টিনন্দন শট খেলেন। প্রথম ইনিংসে ছয় উইকেট পড়লেও দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ ওভার খেলে ৮৮ রান তুলেছিলেন দুজনে।

shahbaz rf

নিজেদের মধ্যে তারা সম্পূর্ণ করেছিল ১০০ রানের পার্টনারশিপও। নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার পরেও সুন্দর ছন্দে দেখাচ্ছিল শাহবাজকে। কিন্তু চা পানের বিরতির একদম আগে ধর্মেন্দ্র জাদেজার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ৬৯ রান করে ফিরে যান শাহবাজ। চা পানের বিরতি শেষ হবার পর নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন অভিষেক পোড়েল। কিন্তু তারপরেই চিরাগ জানির বলে প্রথম স্লিপে ধরা পড়েন। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে যাদের উইকেট উপহার দিয়া আসেন আকাশদীপ। মুকেশকে ফিরিয়ে বাংলার ইনিংস শেষ করে দেন অধিনায়ক উনদকাট। বাংলা শেষ ৪ উইকেট খোয়ায় মাত্র ৮ রানে।

এরপর দিনের শেষে সাথের ওভার ব্যাটিং করে বাংলাকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে সৌরাষ্ট্র। দুই উইকেট খুঁইয়ে বাংলার বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং এর সুবিধা নিয়ে তারা তুলে ফেলেছে ৮১ রান। আকাশদীপ এবং মুকেশ কুমার একটি করে উইকেট পেয়েছেন। জয় গোহিল এবং বিশ্বরাজ জাদেজা ফিরে গেলেও ওপেনার হার্ভিক দেশাই ৩৮ রান করে অপরাজিত আছেন। আগ্রাসী ব্যাটিং করে ওভারপ্রতি প্রায় ৫ রান করে তুলছে সৌরাষ্ট্র। আগামীকাল সকালে বাংলার বোলাররা যদি কোনও অলৌকিক পারফরম্যান্স না করতে পারেন তাহলে এই ম্যাচ বাংলার হাত থেকে বেরিয়ে যাবে ধীরে ধীরে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর