ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আইএসএল এবং আইলীগে বিদেশি কমানোর পক্ষে সাওয়াল ফেডারেশনের।

শ্যাম থাপার নেতৃত্বাধীন AIFF এর টেকনিক্যাল কমিটি আইএসএল এবং আইলিগে বিদেশি ফুটবলার কমানোর পক্ষে সওয়াল করলেন। এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস দাপট দেখাচ্ছে, এর ফলে বন্ধ রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা। ফের কবে নতুন মরশুম শুরু হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তবে এর মধ্যে নতুন মরশুমের দিশা ঠিক করতে বৈঠকে বসেছিলেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।

এই বৈঠকে হাজির ছিলেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল, এআইএফএফ সচিব কুশল দাস এবং জাতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। টেকনিক্যাল কমিটির সকল সদস্য এইদিন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য প্রথম একাদশে বিদেশি কমানোর পক্ষে সওয়াল করেন। প্রথম একাদশে চারজন বিদেশি প্রত্যেক দল খেলাতে পারবেন এমনটাই দাবি করা হয়েছিল। সেই চারজন বিদেশির মধ্যে তিনজন সাধারণ বিদেশি এবং একজন এশিয়া কোটার বিদেশি থাকবেন।

তবে ফেডারেশনের তরফে জানানো হয়েছে আইএসএল এবং আইলিগ খেলা দলগুলির সাথে কথা বলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও এখনই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে না, নতুন নিয়ম কার্যকর হবে 2021-22 মরশুম থেকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর