ভয়ংকর সব বাঁধা টপকে গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে সায়নি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাওয়াই দ্বীপপুঞ্জে মলোকাই চ্যানেল পার করে গোটা বিশ্বে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে সায়নি দাস। পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নি ২৯শে এপ্রিল সকালেই এই অভিযান শেষ করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই কঠিন বাঁধা অতিক্রম করার আগে বাংলার এই সাঁতারুর নামের সঙ্গে জুড়ে ছিল ইংলিশ চ্যানেল, রটনেস্ট ও ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মানও। তবে এইবারের কীর্তিটি আরেকটু বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রথম এশিয়ান মহিলা হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করলেন তিনি।

দীর্ঘদিন ধরেই এই বিশেষ জলযাত্রার জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সায়নি। দিনের পর দিন পরে থেকেছেন ভাগীরথীর জল। এরপর গত মার্চ মাসের ১৭ তারিখ মলোকাই চ্যানেল অতিক্রম করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কালনার সায়নি। এক মাস পরে এখন তার মুখে সাফল্যের হাসি।

 

তিন বছর আগেও একবার শিরোনামে এসেছিলেন বঙ্গকন্যা। ওপেন ওয়াটার সুইমিংয়ে দুটি বড় সাফল্যের পর সায়নির আর থেমে থাকার কথা মাথায় আসেনি। ২০১৯ সালের জুন মাসে, তিনি উত্তর আমেরিকার ক্যাটালিনা চ্যানেলে অতিক্রম করতে গিয়েছিলেন। সেটি সান্তা ক্যাটালিনা দ্বীপ এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মধ্যে একটি ৩৩ কিলোমিটার দীর্ঘ জলযাত্রা ছিল। সেইবার সফল হওয়ার পর সায়নির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।

পূর্ব বর্ধমানের কালনায় জন্ম নেওয়া সায়নি মাত্র পাঁচ-ছয় বছর বয়সে থেকেই সাঁতারু হওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। তার গ্রামের বিভিন্ন পুকুরে সাঁতার কেটে সাঁতারের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। অভিজ্ঞতা অর্জন করেন। মাত্র পাঁচ মাসে সায়নি গঙ্গায় ১০ কিলোমিটার সাঁতার কেটেছেন একসময়। তিনি ভারতের রাজ্য এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে একাধিক পুরস্কার জিতেছেন এবং প্রশংসা কুঁড়িয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর