শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত টুইট, এবার আসানসোল দক্ষিণে ভোট প্রচারে গিয়ে শিব মন্দিরে পুজো দিলেন সায়নী

বাংলাহান্ট ডেস্ক: আসানসোল দক্ষিণে তৃণমূল (tmc) প্রার্থী হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে (election) লড়তে চলেছেন অভিনেত্রী সায়নী ঘোষ (sayani ghosh)। যেদিন প্রার্থী ঘোষনা হয় সেদিনই আসানসোল যাওয়ার কথা বলেছিলেন উত্তেজিত সায়নী। অবশেষে, আজ রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছালেন অভিনেত্রী।

   

আসানসোল দক্ষিণে নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে জেলা নেতৃত্বদের সঙ্গে দেখা করেন সায়নী। জেলা সভাপতি অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গের সাক্ষাৎ করেন তিনি। সায়নীকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অপূর্ব বাবুকে।


সেই সব ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সায়নী। লেখেন, ‘আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষ্যাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত ও আপ্লুত।’

https://www.facebook.com/506937955992755/posts/4202875509732296/

এদিন আসানসোলের স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করে তাদের দুঃখ কষ্টের ব‍্যাপারেও কথা বলেন সায়নী। পাশাপাশি এক শিব মন্দিরে পুজোও দিতে দেখা যায় তাঁকে। এর আগে শিবলিঙ্গে কন্ডোম পরানো নিয়ে সায়নীর একটি পুরনো টুইটকে ঘিরে উত্তাল হয়েছিল রাজনৈতিক ও বিনোদন জগৎ। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

https://www.facebook.com/506937955992755/posts/4203083953044785/

সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। এমনকি সায়নীকে পরোক্ষে ‘যৌনকর্মী’ বলেও কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার সায়নীর শিব মন্দিরে পুজো দেওয়ার ছবি ভাইরাল হতেই ফের কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

অপরদিকে আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে প্রার্থী করায় সেখানেও দেখা দিয়েছে ক্ষোভ। লক্ষণ ঠাকুরকে টিকিট কেন দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের একাংশ। তবে কিছু জায়গায় সায়নী ঘোষের সমর্থনে ইতিমধ‍্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর