রাজ্যের মন্ত্রী আইএএস আইপিএস অফিসাররা হোয়াটসঅ্যাপে আমাকে কল করেন: সায়ন্তন বসু, বিজেপির সাধারণ সম্পাদক

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মন্ত্রী আমলাদের ফোনে আড়ি পাতছে ইজরায়েলি সফটওয়্যার, কেন্দ্রীয় সরকার সেই সফটওয়্যারকে কাজে লাগিয়ে রাজ্যের মন্ত্রী আমলাদের সমস্ত গোপন কথা শুনে ফেলেছে এই বলে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন বিজেপি র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ এবার ফোনে আড়ি পাতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন সায়ন্তন বসু

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন তৃণমূল সরকারের মন্ত্রী আমলারা বিজেপি র সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন, একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন রাজ্যের মন্ত্রী আমলা এবং আইএএস ও আইপিএস অফিসার তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ রাখেন৷ পাশাপাশি আরও জানিয়েছেন জানা তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন তাঁরাই নাকি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করার জন্য তাঁরা সাধারণ ভাবে কল করতে পারেন না

তিনি আরও জানিয়েছেন রাজ্য সভাপতির সঙ্গে কথা বলতে গেলে অন্য নম্বরে ফোন করে যোগাযোগ করতে হয়৷ এরপর লোকসভা ভোটে বিজেপির জয় প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নাকি একুশটি জিতেছে বলে দাবি করেন সায়ন্তন৷তবে প্রাথমিক ভাবে আরতি আসন সংখ্যায় জিতলেও তিনটি আসনে ইচ্ছা করে হারানো হয়েছে বলেও দাবি তোলেন৷

তবে লোকসভা ভোটে যাই হোক না কেন এ বার বিধানসভা ভোটে 200 টি আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপি৷ আর এই আসন জেতা নিয়ে যথেষ্ট আশাবাদী সায়ন্তন বসু এমনটাই জানিয়েছেন তিনি পাশাপাশি কার্যত শাসক শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলকে পরাজিত করার জন্য যা যা করা দরকার তিনি তা করবেন বলে জানান সায়ন্তন৷

সম্পর্কিত খবর