পাকিস্তানের সঙ্গে সব থেকে বেশি যোগ রয়েছে মমতার: সায়ন্তন বসু, বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন রাজ্যের শাসক শিবিরের নেতৃত্বদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলে হাঁটছেন ঠিক তখনই বিজেপির একের পর এক শীর্ষ নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের বানে জর্জরিত করেছেন, প্রথমে বাবুল সুপ্রিয় এর পর তালিকায় যোগ হয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর নাম। তবে এ বার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগাযোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের সব থেকে বেশি যোগ রয়েছে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

   

এমনিতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে ভাবে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পর রাষ্ট্রপুঞ্জের গণভোটের দাবি জানিয়েছেন তিনি, পাশাপাশি গণভোটের জন্য মোদীকে প্রধানমন্ত্রিত্ব পদ ছাড়তে হতে পারে বলেও চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি তাই পাল্টা দিতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় রাজ্যে কত জন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চান? তা জানার জন্য কোনও ভোটের দাবি করেন।

প্রসঙ্গত পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাই তো তার পরিপ্রেক্ষিতে পাল্টা দিতে গিয়ে সায়ন্তন বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে তোপ দাগেন।

যদিও এখানেই তিনি থেমে থাকেননি, মুখ্যমন্ত্রীর ছেলের বর্ধিত ভাড়া নিয়ে যেভাবে প্রতিবাদ করেছেন তার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে আগে রাজ্যে বিদ্যুতের দাম কমাতে হবে পরে গ্যাস ও রেল ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করবেন এমনটাও বলেন সায়ন্তন বসু।

সম্পর্কিত খবর