এক মাসের মধ্যে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার পেলো বাংলা! ফ্রান্সে ভারতের নাম উজ্জ্বল করলেন সায়ন্তন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগের মাসেই বাংলা পেয়েছিল একজন নতুন গ্র্যান্ড মাস্টারকে। ইনডোর স্পোর্টস সম্পর্কে আগ্রহী লোকেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল কৌস্তভ চট্টোপাধ্যায়ের নাম। এবার বাংলার নতুন এবং ১১ তম গ্র্যান্ডমাস্টার হলেন সায়ন্তন দাস (Sayantan Das)। ২৬ বছরের এই দাবারু বাংলার নাম উজ্জ্বল করে ফ্রান্সের কানে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন।

আখেলিনের চেজ ক্লাবের দাবা অ্যাকাডেমী থেকে উত্থান হয়েছে সায়ন্তনের। পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ থেকে। কান আন্তর্জাতিক প্রতিযোগিতায় নটি রাউন্ডের শেষে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতাটি জিতে নেন তিনি। বাংলার দ্বাদশ এবং ভারতবর্ষের একাশি তম গ্র্যান্ডমাস্টারে পরিণত হয়েছেন সায়ন্তন।

রক্তিম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দাবা খেলার শিক্ষা নিয়েছেন সায়ন্তন। এর আগে মাদুরাই, চেক রিপাবলিক, স্পেনের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিতে ও চারটি নর্ম জোগাড় করতে পেরেছিলেন তিনি। রাজ্যের বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে এবং সিনিয়র পর্যায় ও তার অর্জন করা খেতাবের সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়।

কানে চ্যাম্পিয়ন হওয়ার আগে ২০০৮ সালে অনূর্ধ্ব ১২ বিশ্ব চ্যাম্পিয়ন জেতাই সবচেয়ে বড় অর্জন ছিল সায়ন্তনের। এছাড়া তার দখলে রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি চ্যাম্পিয়নের পদক। পরপর দুই মাসে কৌস্তভ এবং সায়ন্তনের এই কৃতিত্ব বাঙালি দাবারুদের আত্মবিশ্বাস এবং আগ্রহ বাড়াবে বলেই মনে করেন গ্র্যান্ডমাস্টার ও তারকা দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া।

এর আগে ওয়ার্ল্ড অলিম্পিয়ান চ্যাম্পিয়নশিপের ভারতের প্রতিনিধিত্ব করেছেন সায়ন্তন। রাজ্যের দাবার চেয়ে সামগ্রিকভাবে উন্নতি করছে এমনটা তাদের এই সাম্প্রতিক সাফল্য দেখেই বোঝা যায়। সায়ন্তনের গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য কান থেকে ২,৫০০ রেটিং পয়েন্ট দরকার ছিল, যা তিনি পেয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর