Sayantika Banerjee: ‘কানের পর্দা ঠিক আছে তো?’, নিজের ছবির গান গেয়ে শ্রোতাদের প্রশ্ন সায়ন্তিকার… কিন্তু কেন?

বাংলাহান্ট ডেস্ক : নিজের গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ঝকমকে পোশাক পরে মঞ্চে উঠে জমিয়ে গান গাইতে দেখা গেল তাঁকে। এমনি একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একের পর এক নিজের ছবির গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে নানান মন্তব্য করে জমিয়ে রাখছেন আসর। গানের মাঝে নিজেই শ্রোতাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, কানের পর্দা ঠিক আছে তো?

সায়ন্তিকার (Sayantika Banerjee) ভিডিও ভাইরাল নেট পাড়ায়

বড়পর্দা এবং ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই বিভিন্ন মঞ্চানুষ্ঠান করতে দেখা যায়। এগুলিকে সাধারণ বলা হয় মাচা শো। বিভিন্ন জেলায় জেলায়, মফস্বলে মূলত এই ধরণের শো গুলির আয়োজন করা হয়। তারকাদের দেখতে উপচে পড়ে ভিড়। গান গেয়ে, নেচে, শ্রোতাদের সঙ্গে কথোপকথন দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন তারকারা। সায়ন্তিকার (Sayantika Banerjee) তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়।

   

আরো পড়ুন : Shatrughan Sinha: স্টারডম নিয়ে রেষারেষি, সম্পর্ক ঠেকেছিল তলানিতে, অমিতাভের জন্য কী হাল হয়েছিল শত্রুঘ্নর!

নিজের ছবির গান গাইলেন নায়িকা

ভিডিওতে দেখা যায়, রূপোলি শিমারি টপ, কালো ব্লেজার পরে মঞ্চে ঘুরে ঘুরে গান গাইছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। নিজের ছবি ‘বিন্দাস’ এর ‘পার্টি শুস’ গানটি গাইতে শোনা গিয়েছে তাঁকে। সঙ্গে লাগাতার শ্রোতাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতেও দেখা গিয়েছে সায়ন্তিকা (Sayantika Banerjee) কে। হঠাৎ এক ব্যক্তিকে ‘অ্যাই বোসো’ বলে ধমকও দিয়ে ওঠেন তিনি। আবার মজা করে প্রশ্ন করেন, তাঁর গান শুনে কানের পর্দা ঠিক আছে তো সকলের?

আরো পড়ুন : Mir Afsar Ali: ‘কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে কাদের কটাক্ষ শানালেন মীর!

কী বলছেন নেটিজেনরা

ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্য। একজন লিখেছেন, ‘কোথা থেকে জোটে এই জঞ্জালগুলো কে জানে। যেমন ইনি তেমনি কাঞ্চন, শতাব্দী, তেমনি লাভলি, তেমনি রচনা, তেমনি জুন, তেমনি সায়নী। নাম লিখতে লিখতে হাঁফিয়ে যাব। জোটায়ও সব বেছে বেছে। যাতা।’ আরেকজন লিখেছেন, ‘কত গুন বাবারে বাবারে…. নায়িকা, গায়িকা, মন্ত্রী,, সেবিকা, এরা আসে কোথায় থেকে। আমরা তো পৃথিবী তে এসেছি আঁধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করাতে’।

Sayantika Banerjee

 

আমার গলায় গান শুনে কানের পর্দা ঠিক আছে তো? || Sayantika Banerjee Live Stage Performance || পার্টি হবে?

Posted by বং-story on Saturday, July 27, 2024

প্রসঙ্গত, এক সময় টলিউডের যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব অনেকটাই বাড়িয়ে নিয়েছেন তিনি। যদিও মাঝে বাংলাদেশে ছবির শুটিং করতে গিয়েছিলেন সায়ন্তিকা।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর