দড়ির ঘেরাটোপের মধ‍্যে থেকেই জলমগ্ন গ্রাম দর্শন সায়ন্তিকার, ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে তেমন কাজ না পেলেও রাজনীতিতে জায়গাটা বেশ পাকাপোক্তই করে নিয়েছেন সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় (sayantika banerjee)। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘটা করে প্রচার, মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া সবই করেছিলেন। কিন্তু শেষমেষ বিজেপির কাছে হেরে যান। তাতে অবশ‍্য দুঃখ পেতে হয়নি সায়ন্তিকাকে। কারণ তার পরপরই তৃণমূলের রাজ‍্য সম্পাদক পদ দেওয়া হয় তাঁকে।

বাঁকুড়া থেকে ভোটে লড়েছিলেন সায়ন্তিকা। হেরে গেলেও আবার এখানে এলেন তিনি, বন‍্যা কবলিত গ্রামের দুর্দশা দেখতে। তবে সায়ন্তিকার সফর নিয়ে অনেক আশা জাগলেও শেষমেষ হতাশই হতে হল গ্রামবাসীদের। কারণ অভিনেত্রী এসেছিলেন ঠিকই, কিন্তু যে সমস‍্যা, অসুবিধাগুলো তাঁকে বলবেন বলে ঠিক করে রেখেছিলেন বাসিন্দারা তা আর হয়ে ওঠেনি। কারণ দড়ির ঘেরাটোপে বাসিন্দাদের থেকে বিচ্ছিন্ন ছিলেন সায়ন্তিকা।

1627910904 sayantika

সোমবার সকালে বাঁকুড়ার বন‍্যা কবলিত সোনামুখী ব্লকের সমিতিমানায় এসে পৌঁছান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী, দলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা, যুব সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অর্চিতা বিদ এবং আরো কয়েকজন নেতা নেত্রী। কিন্তু সায়ন্তিকারা এসে পৌঁছাতেই দড়ি দিয়ে তাঁদের ঘিরে ফেলে পুলিস বাহিনী।

গ্রামবাসীদের থেকে দূরত্ব রেখে ওই দড়ির ঘেরাটোপের মধ‍্যে থেকেই গ্রাম ঘুরে দেখেন সায়ন্তিকা ও অন‍্যান‍্যরা। কয়েকজন অবশ‍্য ব‍্যারিকেডের ফাঁক গলেই সায়ন্তিকার কাছে চলে এসেছিলেন। তাদের সঙ্গে সেলফি তোলেন অভিনেত্রী। তারপর গাড়িতে উঠে বেরিয়ে যান গ্রাম থেকে।

কিন্তু সায়ন্তিকার এই সফর নিয়ে হতাশা প্রকাশ করেছেন সমিতিমানার বাসিন্দারা। দামোদরের পাশেই এই গ্রাম। শনিবার দূর্গাপুর ব‍্যারেজ থেকে জল ছাড়ায় গ্রাম ও নদের মাঝের বালির বাঁধ ভেঙে গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এখনো পর্যন্ত চাষের ক্ষেত ডুবে রয়েছে জলে। তাই সায়ন্তিকার আসার খবর শুনে গ্রামবাসীরা ঠিক করে রেখেছিলেন তাদের যাবতীয় সমস‍্যার কথা তাঁকে জানাবেন।

কিন্তু সে সুযোগই তারা পাননি বলে অভিযোগ বাসিন্দাদের। তৃণমূলের এই সফরকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি বিধায়কও। তবে সায়ন্তিকার বক্তব‍্য, গ্রামবাসীদের সমস‍্যার সমাধান করতেই মুখ‍্যমন্ত্রী তাঁদের পাঠিয়েছিলেন। তাঁকে রিপোর্ট করবেন তাঁরা এবং জেলাশাসকের সঙ্গেও কথা বলবেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর