ডেবিট কার্ড দিয়ে টাকা তোলার সময় শেষ, এখনই জেনে নিন টাকা তোলার নতুন পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক: এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার দিন বোধহয় ফুরলো। শুনতে অবাক লাগলেও এমন অভিনব ঘটনা ঘটছে৷ এবার কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার বিশেষ পরিষেবা দিতে শুরু করল ভারতীয় স্টেট ব্যাংক ৷

   

এসবিআই তাদের নিজস্ব ডেবিট কার্ড তুলে দিচ্ছে বলে গুজব ছড়াচ্ছে। তবে জানা যাচ্ছে এসবিআইতে ডেবিট কার্ড এখনই উঠছে না বরং তারা YONO অ্যাপে জোর দিচ্ছে। এমন ব্যবস্থায় কার্ড ক্লোনিং বা স্কিমিং-এর জালিয়াতি ঠেকান যাবে এবং গ্রাহক তথ্য চুরির ঝুঁকি থাকবে না। গ্রাহকদের এমন সুবিধা দিতে ইয়োনো ক্যাশ ব্যবস্থা শুরু করেছে এসবিআই।

নতুন পরিষেবার উদ্বোধন করতে এসে এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার দাবি করেন,এমন পরিষেবা গ্রাহকদের এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করার সময় তথ্য চুরি যাওয়ার সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করবে৷ তাঁর ধারণা, আগামী দু’বছরে ইয়োনোর মাধ্যমে দেশে গোটা লেনদেন ব্যবস্থা একটি মাত্র প্ল্যাটফর্মে চলে আসবে৷

নয়া ব্যবস্থায় এসবিআই-এর ইয়োনো অ্যাপের ব্যবহার করে দেশের ১৬,৫০০ এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এটিএমগুলিতে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে সেগুলিকে ইয়োনো ক্যাশ পয়েন্ট নাম দিয়েছে স্টেট ব্যাংক।
কিন্তু ডেবিট কার্ড তুলে নিলে কিভাবে টাকা তোলা যাবে? এখানেই ইওনো অ্যাপে জোর দেওয়া হচ্ছে ৷

তার আগে জেনে নিন ইওনো কী? আর কিভাব ব্যবহার করবেন?

এসবিআইয়ের নিজস্ব অনলাইন ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম
বর্তমানে দেশে ১৮ হাজার ইওনো পয়েন্ট
আগামী ১৮ মাসে তা ১০ লক্ষ করার ভাবনা
আগামী ৫ বছরে ৩৫ লক্ষ ইওনো পয়েন্ট তৈরি করতে চায় এসবিআই।

এই ইয়োনো ক্যাশ ব্যবস্থায় টাকা তুলতে সংশ্লিষ্ট গ্রাহককে দু’বার নিজের পরিচিতি যাচাই করাতে হবে। এবং আর্থিক লেনদেনের জন্য ছয়অংকের ইয়োনো ক্যাশ পিন নাম্বার জেনারেট করে নিতে হবে। তবে তথ্যপ্রযুক্তি ও মোবাইলে দক্ষ না হলে এই অ্যাপ থেকে টাকা লেনদেন করা কঠিন। সেটা বুঝেই কিছুটা সময় নিতে এগোতে চাইছে এসবিআই। তাছাড়া ইওনো অ্যাপ বাধ্যতামূলক করলেও দেশের সব জায়গায় নেট সংযোগ নিশ্চিত করবে কে? এটাও ভাবাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

সুতরাং এখনই ডেবিট কার্ড নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রসঙ্গত, স্টেট ব্যাংকের নতুন উদ্যোগ ছাড়াও এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকও ইতিমধ্যেই ‘কার্ডলেস ট্রানজাকশন’ বা কার্ডহীন লেনদেনের বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই শুরু করেছে ৷

সম্পর্কিত খবর