দেশে অর্থনৈতিক সংকট অব্যাহত! জিডিপি নেমে যাচ্ছে পাঁচ শতাংশের নিচে, পূর্বাভাস দিল এসবিআই

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক বছরের নিরিখে চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার একেবারেই কম যার জেরে কার্যত আর্থিক সঙ্কটে ভুগছে গোটা দেশ। ইতিমধ্যে বিভিন্ন খাতে দেশের আর্থিক দুর্দশার কথা ধরা পড়েছে। আরবিআইয়ের রিপোর্টেও এমনই তথ্য ধরা পড়েছিল তবে দেশের আর্থিক অবস্থার ঠিক কতটা খারাপ তা প্রমাণিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টেও।

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক জিডিপি 5 শতাংশের নিচে এমনটাই বলছিল স্টেট ব্যাঙ্কের তথ্য। তবে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে জিডিপি বৃদ্ধির হার আরও অনেকটাই কমতে পারে এমনটাই দাবি স্টেট ব্যাঙ্কের। তাই দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার 4.2 শতাংশে নেমে যাওয়ার শঙ্কা প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক।

যদিও এখানেই শেষ নয় ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর তথ্য বলছে যে ভাবে গাড়ি বিক্রি কমেছে এবং শিল্প উত্পাদন ক্রমশই নিম্নমুখী হয়েছে সে ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমবে। হিসেবের নিরিখে দেখা গেছে গত আট বছরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসেই শিল্প উত্পাদনের হার 4.3 শতাংশ কমে গিয়েছে।

এখানে গত অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল 6.12, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বলছে তা আরও অনেকটাই নেমে যাবে। মধ্যেই বিশ্ব অর্থনীতির মধ্যে দেশের আর্থিক সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন এক অর্থনীতিবিদ। তিনি জানিয়েছিলেন চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমবে।

সম্পর্কিত খবর