লকডাউনে কাজ করা কর্মচারীদের অতিরিক্ত বেতন দেবে sbi

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতেও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৩২ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চল ২১ দিন এর জন্য স্তব্ধ করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা বন্ধ হয়নি।

sbi atm 1577446824

যে কোনো দেশেই ব্যাংকিং ব্যাবস্থা জরুরি পরিষেবার মধ্যেই পরিগনিত হয়। লকডাউনের পরিস্থিতিতেও নিজেদের পরিষেবা চালিয়ে যাচ্ছে ব্যাংকগুলি। এবার কর্মচারীদের জন্য বড় ঘোষনা করল
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ব্যাঙ্ক অফ বরোদা ৷ এসবিআই-এর তরফে জানানো হয়েছে লকডাউনে যে কর্মীরা ব্যাঙ্কে আসছেন এবং দেশের পরিষেবা অক্ষুন্ন রেখেছেন তাদের বাড়তি বেতন দেওয়া হবে ৷

২৩ মার্চ থেকে ১৪ এপ্রিল এই সময়সীমার জন্য এই ঘোষণা করা হয়েছে ৷ প্রত্যেক ব্রাঞ্চে যে CPCs, CACs, Treasury Operations, Global Markets, GITC ও IT services দের এই বাড়তি বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।

পাশাপাশি, ব্যাঙ্ক অফ বরোদা করোনা ভাইরাসের মোকাবিলায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করার জন্য প্রত্যেক ব্যাঙ্কিং সহায়ককে ২০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে ৷

সম্পর্কিত খবর