সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত! এবার থেকে নৌসেনায় মহিলারা পাবে স্থায়ী কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ নৌসেনায় (Indian Navy) পুরুষ আর মহিলা আধিকারিকদের সাথে সমান ব্যবহার করায় জোর দিয়ে সুপ্রিম কোর্ট (supreme court) মঙ্গলবার মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশনকে মঞ্জুরি দিয়ে দিয়েছে।

বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ জানায়, দেশে সেবার করার জন্য মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দিতে অস্বীকার করলে বিচারের ক্ষতি হবে।

বেঞ্চ জানায়, কেন্দ্র দ্বারা বৈধানিক অবরোধ তুলে মহিদলাদের ভর্তির অনুমতি দেওয়ার পর মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন দেওয়া নিয়ে লিঙ্গের বৈষম্য করা যাবেনা।

আদালত জানায়, যখন একজন মহিলা আধিকারিকের ভর্তি নিয়ে বৈধানিক অবরোধ তুলে দেওয়া হয়েছে, তখন স্থায়ী কমিশনে পুরুষ আর মহিলাদের সাথে এক রকম ব্যবহার করা উচিৎ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর