বর্ষবরণের রাতে রাক্ষসের মাস্ক পরে সবাইকে ভয় দেখাচ্ছিল এক ব্যক্তি! গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) এক ব্যক্তি এমন এক মাস্ক পরে নতুন বছরের আনন্দ পালন করতে বেরিয়েছিল যে, তাকে দেখে সবাই ভয়ের চোটে বাড়িতে লুকিয়ে পড়ে। এই ঘটনা পাকিস্তানের পেশাওয়ারের। সেখানে এক ব্যক্তি রাক্ষসের মুখোশ পরে রাস্তায় বেরিয়ে সবাইকে ভয় দেখানোর কাজ করছিল। সেই আজব মাস্কম্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের অভিযোগের পর আজব ওই মাস্কম্যানকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ।

এই ছবি ভারতীয় বনবিভাগের অফিসার প্রবীণ কাসবন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। এই ছবিটি পাকিস্তানের উমর নামের এক ব্যক্তি পোস্ট করেন তিনি লেখেন, পাকিস্তানের পেশাওয়ার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তি আজব মাস্ক পরে সবাইকে ভয় দেখাচ্ছিল। প্রবীণ কাসবন উমরের পোস্ট শেয়ার করে লেখেন, ‘এই মাস্ক কোভিড থেকে বাঁচায়।

এই ছবি ভাইরাল হওয়ার পর মাস্ক ম্যানের পাশে দাঁড়ানো এক পুলিশকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কারণ দুই পুলিশের মধ্যে একজন মাস্ক পরে থাকলেও আরেকজন বিনা মাস্কে দিব্যি দাঁড়িয়ে আছেন। আর সেই কারণে ওনাকে নিয়ে সবাই বিদ্রুপ করা শুরু করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর