পৃথিবীর অভ্যন্তরে বিস্ময়কর গঠন; নয়া আবিষ্কারে তাজ্জব বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্কঃ পৃথিবীর অভ্যন্তরের গঠন নিয়ে বিজ্ঞানীদের কৌতুহল চিরকালের। সম্প্রতি আবিষ্কার হওয়া এক তথ্যে অবাক বিজ্ঞানীমহল। তারা পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টিত একটি একটি অতি ঘন ও গরম আবরণের সন্ধান পেয়েছেন আগেই। এবার সেই সম্পর্কে আরো তথ্য আবিষ্কৃত হল। যা দেখে রীতিমতো তাজ্জব বিজ্ঞানীরা।

যদিও বিজ্ঞানীরা এখনো জানেন না, এই অংশটি ঠিক কি দিয়ে তৈরি, তাদের অনুমান অংশটি গলিত লোহা বা ম্যাগমা দিয়ে তৈরি হতে পারে। যদিও আরো সম্পূর্ণ ম্যাপ ও তথ্য আবিষ্কৃত হওয়ায় পৃথিবীর কেন্দ্রের অনেক তথ্যই মানুষের সামনে উঠে আসবে মনে করা হচ্ছে।

images 42 4

পৃথিবীর কেন্দ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২,৯০০ কিলোমিটার (1,800 মাইল) নীচে অবস্থিত, সেখানে পৌঁছে যাওয়ার কোনো উপায় নেই। তাই বিজ্ঞানীরা ভূমিকম্পের কম্পন বিশ্লেষণ করে পৃথিবীর এই অংশটি সম্পর্কে ধারনা করে থাকেন। ভূমিকম্প এবং কম্পনগুলি গ্রহের অভ্যন্তরে বিভিন্ন ধরণের উপাদানের মাধ্যমে যেভাবে প্রসার হয়, তা ভূমিকম্পবিদদেরকে পৃথিবীর অভ্যন্তরের রচনাটি পুনর্গঠন ও মানচিত্র নির্মাণে সাহায্য করে। এই ভাবেই পৃথিবীর কেন্দ্রে থাকা অত্যন্ত গরম ও ঘনীভূত ব্লব আবিষ্কার হয়েছিল, এক দশকেরও বেশী সময় আগে।

নতুন তথ্যে এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের নীচে থাকা ব্লব সম্পর্কে অনেক নতুন ধারনা পেয়েছেন বিজ্ঞানীরা। যা পৃথিবীর কেন্দ্রের গঠন সম্পর্কে তাদের ধারনা অনেকখানি বদলে দিয়েছে। এই নতুন তথ্য সায়েন্স পত্রিকায় প্রকাশিত করেছেন বিজ্ঞানীরা

সম্পর্কিত খবর