কেন বাচ্চাদের সহজে আক্রমণ করতে পারছে না করোনা ভাইরাস, যুক্তি দিয়ে বোঝালেন বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) দ্বারা প্রাপ্ত বয়স্কের তুলনায় বাচ্চারা কিন্তু কম আক্রান্ত হয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, এস- ২ নামক রিসেপ্টার (S-2 receptor) বাচ্চাদের শরীরে কম সক্রিয় ভাবে থাকে। তাই বাচ্চাদের শরীরে এই রোগে বাসা বাঁধতে পারে না।

tumpa 2

এই বিষয়ের উপর রিসার্চ করে বোস্টন বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের পেডিয়াট্রিক সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ডঃ এলিজাবেথ বার্নেট বলেছেন, দশ বছরের কম বয়সী শিশুরা করোনা ভাইরাসের দ্বারা কম আক্রান্ত হয়। তার কারণ হল, এই এস -২ রিসেপ্টার, যা ভাইরাস বাহক। শিশুর দেহে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাসের স্পাইক প্রোটিন এস -২ রিসেপ্টারের সাথে মিশে শরীরে প্রবেশ করে। সেইসময় কোষগুলিকে সংক্রামিত হয়ে নিজের বিস্তার বৃষ্টি করে।

coronavirus 4972480 1280

বিজ্ঞানীদের ধারণা, শিশুদের উপরের শ্বসনতন্ত্রে এস -২ রিসেপ্টর বেশি থাকে। যা একজন প্রাপ্তবয়স্কদের ফুসফুসে বেশি থাকে। শ্বাসযন্ত্রের সাহায্যে নিজের আধিপত্য বিস্তার করে। ৪ বছর থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের উপর পরীক্ষা করে দেখা গেছে, এস -2 এনজাইমগুলি দশ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে তুলনামূলক কম সক্রিয় রয়েছে। সেই কারণেই করোনা ভাইরাস বাচ্চাদের উপর আক্রান্ত করতে অক্ষম।

jkgh 660x330 1

আবার বিজ্ঞানীরা মনে করেন, বড়দের তুলনায় বাচ্চারা কম জোরে হাঁচি দেয় এবং কম প্রেসারে কাশে। তাই তাঁদের হাঁচি বা কাশি বেশি দূরে না গিয়ে মাটিতে পড়ে ভাইরাস মরে যায়। তাই বাচ্চা আক্রান্ত হলেও, তার থেকে অন্যের দেহে ভাইরাস ছড়িয়ে পড়ে না। আবার বাচ্চারা অসুস্থ হলে, শুয়ে থাকতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর