বিজেপি ছাড়ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? ট্যুইটারের ওনার প্রতিক্রিয়া দেখে বাড়ল জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি (Bharatiya Janata party) নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ‘বিজেপি” সরিয়ে নিলেন। বিজেপির জায়গায় উনি জন সেবক আর ক্রিকেট প্রেমী লিখেছেন। এরপর থেকেই ওনাকে নিয়ে জল্পনা আরও বাড়ল। কয়েকজন আবার জানাচ্ছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজের প্রোফাইলে বিজেপি লিখেইছিলেন না। যদিও এই নিয়ে বিজেপি আর সিন্ধিয়ার তরফ থেকে কোন প্রতিক্রিয়া আসেনি।

১৮ বছর পর্যন্ত কংগ্রেসের সাথে থাকার পর সিন্ধিয়া হোলির দিন বিজেপির হাত ধরেন। বিজেপিতে যোগ দেওয়ার পর ওনার সমর্থকদের শিবরাজ এর মন্ত্রী মণ্ডলে শামিল করা আর ওনাকে কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী বানানোর জোর চর্চা চলছিল। কিন্তু এখন খবর আসছে যে, ওনার সমর্থক প্রাক্তন বিধায়কদের টিকিট পাওয়া কঠিন হতে চলেছে।

শিবরাজ সিং ক্যাবিনেট নিয়ে অনেকার সম্ভাবিত ভাবে বিধিবহির্ভূত ঘোষণা করেছিলেন। রাজ্য সংগঠনের সাথে মুখ্যমন্ত্রী সম্ভাবিত মন্ত্রীদের লিস্ট তৈরি করেছিলেন। আর সেই তালিকা মিডিয়াতে লিক হয়ে গেছিল। কিন্তু তখনও ক্যাবিনেট এর বিস্তার হয়েছিল না। মোদী ক্যাবিনেটে সিন্ধিয়াকে যুক্ত করার চর্চা এখন কম শোনা যায়। যদিও ওনার বিজেপিতে যোগ নিয়ে ওনার সমর্থকরা বেশ ভালই মাতামাতি করেছিল।

scindia 1

বিজেপি উপ নির্বাচনে সিন্ধিয়ার ২২ সমর্থককে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন নানান সমস্যা দেখা দিয়েছে। অনেক আসনে দলের পুরনো নেতাদের বিক্ষুব্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আবার কিছু আসনে সিন্ধিয়া সমর্থক বিধায়কদের জয় নিয়েও সংশয় দেখা যাচ্ছে।

যদিও এখনো সিন্ধিয়া এবং ওনার সমর্থকদের তরফ থেকে এখনো কোন অসন্তোষ এর খবর সামনে আসেনি। আরেকদিকে ট্যুইটার থেকে বিজেপি লেখা সরিয়ে ফেলা সিন্ধিয়ার রাজনৈতিক রণনীতির অংশ বলে ধরা হচ্ছে। তিনি মুখে কিছু না বলেই, বিজেপির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন বলে মত। উনি কংগ্রেস ছাড়ার আগেও এমন ভাবেই নিজের প্রোফাইল থেকে কংগ্রেস লেখা সরিয়ে দিয়েছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর