সুরা-প্রেমীদের জন্য সুখবর, পুজোর আগে কমছে বিলেতি মদের দাম! নতুন রেট চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : সুরাপ্রমীদের জন্য সুখবর। আপনি যদি জনি ওয়াকার(Johnny Walker), চিভাস রিগালের (Chivas Regal) মত স্কচের শৌখিন হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। কারণ এবার থেকে অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এই স্কচ (Scotch)। আসলে ভারত (India) এবং ব্রিটেনের (Britain) মধ্যে হতে চলেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA)। আর এই চুক্তি সফল হল সুরাপ্রমীদের মুখে ফুটবে হাসি।

জানা যাচ্ছে, ভারত আর ব্রিটেনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলে তার সরাসরি প্রভাব পড়বে জনি ওয়াকার ও চিভাস রিগালের মত স্কচের উপর। এক ধাক্কায় অনেকটাই কমবে এইসব মদের দাম। আসলে এই চুক্তির পরে, ভারত ও ব্রিটেনের মধ্যে জনি ওয়াকার ব্ল্যাক লেবেল এবং চিভাস রিগালের মতো বিখ্যাত ব্র্যান্ডের চালান বাড়তে পারে। এই মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

   

জানা যাচ্ছে এইসব স্কচ নূন্যতম দামে (Minimum Import Price) আমদানি করবে ভারত। এইসব হুইস্কির আমদানি শুল্ক-ও কম হতে পারে। জানিয়ে রাখি, ভারত এবং ব্রিটেনের মধ্যে মধ্যে এফ টি এ নিয়ে ১১ তম দফার আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল এই আলোচনায় অংশ নিতে লন্ডনে পৌঁছেছিলেন।

আরও জানিয়ে রাখি, গত বছরের দীপাবলির মধ্যেই এই চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতার কারণে তা সেই সময় স্থগিত রাখা হয়েছিল। এরপর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এই দুই দেশের মধ্যে। আপাতত ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সমস্ত দিক বিচার বিবেচনা করছেন।

960x0

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই চুক্তির অধীনে, এমআইপি সীমার উপরে বোতলজাত স্কচের আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করা হতে পারে। পিপের উপর ৭৫ শতাংশ হারে অর্ধেক শুল্ক চার্জ করা হতে পারে। তবে এই চুক্তির কারণে দেশীয় মদ শিল্পের উপর প্রভাব পড়বে বলেই ধারণা অর্থনীতিবিদদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর